আমি স্বাধীনতা বলছি

প্রকাশের সময় : 2019-03-13 12:15:03 | প্রকাশক : Admin

আমি স্বাধীনতা বলছি

মোঃ আখতার হোসেন মন্ডল

আমি পৃথিবীতে সবচে দামী

আমাকে ছাড়া তুমি পরিচয়হীন

সত্তাবিহীন। দেশ মাতা শৃংখলীত,

তুমি শংকিত বিহঙ্গ, পিঞ্জরে আবদ্ধ।

আমার জন্য বয়েছো রক্ত গঙ্গা,

ফাঁসীর মঞ্চে গেয়েছো জয়গান,

সয়েছো জুলুম, বুলেট, বেয়োনেট

আরও কতো মারনাস্ত্র!

রাজপথ, মাঠ-ঘাট প্রান্তর

করেছো রক্তে প্লাবিত,

কতো নরী হারিয়েছে সম্ভ্রম

পুড়ে ছারখার স্থাপনা গঞ্জ গ্রাম!

তোমরা দুর্জয়, বিশ্বের বিস্ময়

যুদ্ধ জয়ে এনেছো আমায়

তোমাদের স্বকীয় সত্তা, প্রিয় স্বাধীনতা।

আমি ঘৃণা করি খুন নৈরাজ্য ধর্ষণ

অত্যাচার, অবিচার, অনিয়ম, অনাচার,

সন্ত্রাস, সংঘাত, অনৈক্য, বিভাজন,

হিংসা, বিদ্বেষ, সহিংসতা,

লালসা, দূর্নীতির চক্রে পংকিল দেশপ্রীতি,

মূল্যবোধের অবক্ষয়, বর্বর সভ্যতা।

সোনার বাংলা বিনির্মাণে

সোনার মানুষ চাই

সততা, নিষ্ঠা ও সাধনা বলে

তোমরাও হতে পারো বিশ্বে

শ্রেষ্ঠ জাতি, সভ্যতার শীর্ষে

পেতে পারো তোমাদের আসন।

আমি মুক্তিযুদ্ধের চেতনা, স্বপ্ন সঞ্চিতা,

তোমাদের জন্মগত অধিকার,

আমি স্বাধীনতা, আমি স্বাধীনতা।