হারানো বৈশাখ

প্রকাশের সময় : 2019-05-09 19:20:00 | প্রকাশক : Administration

হারানো বৈশাখ

মোঃ আখতার হোসেন মন্ডল

আজ উৎসবের কলরবে বৈশাখে

সারাক্ষণ পড়ে মনে মাকে

ছিল কত বায়না খেলনা বাঁশী ময়না

বোনের  জন্য পুতুল আলতা ফিতা গয়না

কিনব মেলায় ঘুরে ঘুরে

যাব ঐ দূরে বটতলা শীতলক্ষার পাড়ে।

দেশীয় বাহারী খাবার ভারী মজাদার

মিষ্টি মিঠাই পেট ভরে খাই

বসে মাটিতে মাদুরে বা পাটিতে,

আবার যদি চাই মা তোলে রাখেন তাই

যতন করে রান্না ঘরে মাটির পাত্র পেয়ালায়।

খেলার সাথী আসি করে ডাকাডাকি

তাকেও খাওয়ান মা আদর যত্ন করি,

এক্ষুনি যাব খেলায় মেলায়

জারি সারি বাউলের আসরে

যদি ফিরি ঘরে সাঁঝ বেলা করে

সেই নিয়ে আদর মাখা কত বকুনি।

জীবনের এই ক্ষনে আজ পড়ে মনে

কতো না রঙীন ছিল সেইদিন

আসিবে না ফিরে আর কোনদিন

মায়ের সোহাগী আঁচল ঘিরে

নব্য সভ্যতার এই পাষাণ পুরে।

নগর সব্যতার স্বপ্ন সুখের সৈকতে

ঝিনুক মুক্তা কুড়ানোর নেশা

সেই সুখ নিয়েছে কেড়ে

আর আসিবেনা ফিরে তোমাদের ভীড়ে

নন্দিত ডিজিটাল পথ ধরে।

তারিখঃ- ১৭ এপ্রিল ২০১৯