জোকস্

প্রকাশের সময় : 2019-07-25 18:22:39 | প্রকাশক : Administration

জোকস্

সংগ্রহেঃ রোমেল হোসাইন

বাবার কাছে ছেলের চিঠি লিখেছেঃ

 

শ্রদ্ধেয় বাপ, পড়ার বড় চাপ।

ফুরিয়ে গেছে টাকা, কেমনে থাকি ঢাকা...?

টাকার দরকার তাই, কিছু টাকা চাই।

ইতি, তোমার কানাই।"

বাবা চিঠি পেয়ে উত্তর দিলেন।

"জাদু কানাই, সত্য কথা জানাই।

পকেট এখন ফাঁকা, কেমনে পাঠাই টাকা...?

টাকার খুব অভাব,

ইতি তোর বাপ।"

 

এডভান্স ডাক্তারঃ

 

রোগীঃ ডাক্তার সাহেব আমি খুব চুলকানির সমস্যায় ভুগছি। দয়া করে আমাকে একটা ঔষধ দিন।

ডাক্তারঃ  দোকান থেকে এই ঔষধটা কিনে নিন।

রোগীঃ এতে কি চুলকানি সেরে যাবে?

ডাক্তারঃ আমি আপনার নখ বড় করার ঔষধ দিয়েছি। যাতে আপনি ভালোভাবে, আরাম করে চুলকাতে পারেন।

 

কানা ও লেংরার গল্পঃ

 

একদা ২ কিপটে বন্ধুর খুব শখ হল তারা দেশ ভ্রমনে যাবে ।

এদের ১জন কানা আর এক জন লেংরা ।

ভ্রমনের আগে তারা কিছু জিনিস নিল ।

কানা নিল একটি হারিকেন আর লেংরা নিল এক

জোড়া জুতা।

ভ্রমন যাত্রা শুরু হল। কিন্তু বিপত্তি বাধল সন্ধ্যায় যখন তারা পৌঁছল একটি জঙ্গলে।

চারদিকে অন্ধকার নেমে আসল।

লেংরা বন্ধুঃ দোস্ত তর হারিকেনটা জ্বালা।

কানা বন্ধুঃ দোস্ত সবই তো পরিস্কার দেখতাছি।

হারিকেন জ্বালানোর কি দরকার।

বেশ কিছুক্ষণ পরে......

কানা বন্ধুঃ দোস্ত তর জুতা গুলা একটু দে।

অন্ধকারে কিছু দেখি না, পায়ে কাঁটা লাগে।

লেংরা বন্ধুঃ না রে দোস্ত; নতুন জুতা তো নষ্ট হইয়া যাইবো,

কানা বন্ধুঃ দেখস না আমি এই গুলা মাথায় নিয়া হাঁটতাছি ।

 

একদিন ক্লাসে টিচার প্রশ্ন করলঃ

 

টিচারঃ ক্লাশে এসে ছাত্রদের বলছেন আজ আর তোদের কোন পড়া নিব না; আজ আলোচনা করব। প্রথমে যারা নিজেকে বোকা ভাবো তারা উঠে দাঁড়াও !!

কেউই উঠে দাঁড়াল না। কিন্তু কিছুক্ষণ পর মুখে একটা শয়তানি হাসি নিয়ে উঠে দাড়াল ক্লাসের সবচেয়ে পাজি ছাত্র বল্টু !!

টিচারঃ ওওও...তাহলে তুই নিজেকে বোকা ভাবিস?

বল্টুঃ স্যার, ঠিক তা নয়,,

আসলে আপনি একাই শুধু দাঁড়িয়ে আছেন,

ব্যাপারটা কেমন দেখা যায় না !!!