শিং রাখার পক্ষে-বিপক্ষে ভোট

প্রকাশের সময় : 2019-10-24 12:42:48 | প্রকাশক : Administration
শিং রাখার পক্ষে-বিপক্ষে ভোট

সিমেক ডেস্কঃ সুইজারল্যান্ডের নিয়ম অনুযায়ী দেশটির খামারিরা গরু-ছাগলের শিং রাখতে পারে না। অল্প বয়সেই গরু-ছাগলের শিং কেটে ফেলা বা এমনভাবে নষ্ট করে দেয়া হয় যাতে সেগুলো আর বড় হতে না পারে। এর পক্ষে যুক্তি হলো- শিং থাকলে গরু-ছাগলগুলো আক্রমণাত্মক হয়ে ওঠে, ফলে মানুষকে যেমন আহত করতে পারে তেমনি এক জায়গায় বেশি গরু-ছাগল থাকলে তারা একে অন্যকে আহত করতে পারে। তাছাড়া শিংওয়ালা গরু-ছাগল রাখতে জায়গা বেশি লাগে। এসব চিন্তা করেই সুইজারল্যান্ডে গরু-ছাগলের শিং না রাখার বিধান করা হয়। গরু-ছাগলের মাথায় শিং রাখলে বছরপ্রতি ১৯০ সুইস ফ্রাঙ্ক দেশটির কোষাগারে জমা দিতে হয় মালিককে। মূলত এ কারনে সুইজারল্যান্ডে বেশির ভাগ গরু-ছাগলকেই শিংহীন অবস্থায় দেখা যায়। ছোট অবস্থায় গরু-ছাগলের শিং গজানোর সময়েই বিশেষ উপায়ে সেটি পুড়িয়ে বা কেটে ফেলা হয়, যাতে তা আর বড় হতে না পারে।

আর এর প্রতিবাদেই সুইজারল্যান্ডের গরু-ছাগলের শিং রাখার অনুমতি ফিরিয়ে দিতে আন্দোলন শুরু করেন আরমিন কাপাউল। তিনি বলেন, শিং দিয়েই গরু-ছাগলরা তাদের মনের ভাব বোঝায়। তাছাড়া এভাবে শিং কেটে দিলে তাদের শারীরবৃত্তীয় কাজেও প্রভাব ফেলে। আর তাই কেউই প্রকৃতিগত ভাবে প্রাপ্ত গরু-ছাগলের রূপ বদলে ফেলার পক্ষে নয়। এ পরিস্থিতিতে গরু-ছাগলের শিং থাকবে কি না সেই বিতর্কের অবসান ঘটাতে একটি গণভোটের আয়োজন করা হয়েছে দেশ জুড়ে। -সূত্র: অনলাইন

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com