জোকস্

প্রকাশের সময় : 2018-05-24 22:34:36 | প্রকাশক : Admin

জোকস্

ডিজিটাল propose

প্রেমিকা: এখন তো ডিজিটাল যুগ; সবাই কত সুন্দর করে propose করে। তুমি আমাকে এমনভাবে propose করো যা আজ পযর্ন্ত কোন মেয়েকে কেউ করে নি।

প্রেমিক: হারামজাদি, কুত্তি, কলংকিনি, ডাইনি, শয়তান আই লাভ ইউ চো মাচ আমাকে বিয়ে করে আমার জীবন ধ্বংস করে দে; হারামজাদি ডাইনি..!!

বোকা:

একদিন ক্লাসে শিক্ষক প্রশ্ন করলেন; তোদের মাঝে কে নিজেকে বোকা ভাবিস?

শিক্ষক: যারা নিজেকে বোকা ভাবিস তারা উঠে দাঁড়া!

কিন্তু কেউই উঠে দাঁড়াল না। কিছুক্ষণ পর মুখে একটা শয়তানি হাসি নিয়ে উঠে দাঁড়াল ক্লাসের সবচেয়ে পাজি ছাত্র বল্টু!

শিক্ষক : ও, তাহলে তুই নিজেকে বোকা ভাবিস?

বল্টু : স্যার, ঠিক তা নয়, আসলে আপনি একাই শুধু দাঁড়িয়ে আছেন, ব্যাপারটা কেমন দেখা যায় না?

সেলফি পোস্ট করলো চোর

এক চোর চুরি করতে গিয়ে সেলফি তুলে

পোস্ট করলো- ‘এইমাত্র চুরি করতে ঢুকলাম’।

বাড়ির মালিক পোস্টে লাইক দিয়ে কমেন্ট করলো- ‘ভেবো না আমরা ঘুমিয়ে পড়েছি। আমরা জেগে আছি, পুলিশকে খবর দেওয়া হয়ে গেছে। তারা গাড়ি নিয়ে আসছে’।

বাড়ির মালিকের কমেন্টে লাইক দিয়ে পুলিশ ইন্সপেক্টর কমেন্ট করলো- ‘গাড়ি নষ্ট হয়ে গেছে। আমরা হেঁটে হেঁটে আসছি’।

ইন্সপেক্টরের কমেন্টে চোর লাইক দিয়ে কমেন্ট করলো স্যার কতদূর আসছেন একটু কমেন্টে জানিয়ে দিবেন।

আমেরিকার মাটিতে পা রেখেছিলাম

পল্টুর মামা আমেরিকা যাওয়ার সময় পল্টুকে জিজ্ঞাসা করলো-

মামা : ভাগ্নে, আমেরিকা থেকে তোর জন্য কী আনবো?

পল্টু : একমুঠো মাটি।

মামা : কী? সবাই মামার কাছে মোবাইল, ঘড়ি, ল্যাপটপ চায়। আর তুই চাস মাটি?

পল্টু : হুম, আমার জন্য মাটিই আনবে। আমি অন্য কিছু চাই না।

মামা : কেন?

পল্টু : কারণ তোমার দেওয়া একমুঠো মাটিতে পা রেখে বলবো, ‘আমিও একদিন আমেরিকার মাটিতে পা রেখেছিলাম।’

সংগ্রহে : মোঃ রোমেল হোসাইন

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com