ঘরোয়া পদ্ধতিতে শুষ্ক কাশির চিকিৎসা

প্রকাশের সময় : 2020-01-29 14:45:31 | প্রকাশক : Administration
ঘরোয়া পদ্ধতিতে শুষ্ক কাশির চিকিৎসা

সিমেক ডেস্কঃ আমাদের অনেকেরই শুষ্ক কাশির সমস্যা রয়েছে। শুষ্ক কাশির মতো বিরক্তিকর কিংবা অস্বস্তিকর আর কিছু হতে পারে না।

এটা এমনই কষ্টকর যে কাশতে কাশতে অনেকের রাতের ঘুমও নষ্ট হয়। এ ধরনের কাশি হলে গলার কাছে সবসময়ই একটা কামড়ানোর অনুভূতি থাকে। অনেকেই এ ধরনের সমস্যা দূর করতে কাছের ঔষধের দোকান থেকে কাশির সিরাপ এনে সেবন শুরু করেন।

তবে বিশেষজ্ঞরা বলছেন, চিকিৎসকের পরামর্শ ছাড়া এ ধরনের ঔষধ দীর্ঘ দিন সেবন ঠিক নয়। বরং ঘরোয়া পদ্ধতিতে আয়ুর্বেদিক উপায়ে শুষ্ক কাশির চিকিৎসা করা যেতে পারে।

১. রাতে ঘুমানোর আগে এক গ্লাস গরম দুধের সঙ্গে যদি সামান্য হলুদের গুড়া মিশিয়ে পান করা যায় তাহলে তা শুষ্ক কাশি নিরাময়ে দারুন কাজ করে।

২. শুষ্ক কাশি দূর করার জন্য আদা কিংবা লেবু চায়ের সঙ্গে সামান্য মৌরি দানা নিন। এটা জমে থাকা কফ বের করতে সাহায্য করবে।

৩. আদার রস দিয়ে তৈরি চায়ের সঙ্গে মধু ও লেবু মিশিয়ে খেলেও কাশি কমাতে সহায়ক হবে।

৪.আদা চায়ের সঙ্গে দারুচিনির গুড়া মিশিয়ে খেলেও শুষ্ক কাশিতে আরাম মেলে। কারণ দারুচিনিতে থাকা অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টিপ্রদাহ জাতীয় উপাদান কাশি সারাতে ভূমিকা রাখে।

৫.অ্যালোভেরা জুসও কাশি সারাতে যথেষ্ট কার্যকরী।

৬. কাশি বেশি হলে কয়েকটি পুদিনা পাতা মুখে নিয়ে চিবুতে পারেন। এছাড়া গরম পানিতে কয়েকটা পুদিনা পাতা কিছুক্ষণ জ্বাল দিয়ে পান করলে তাও কাশি সারাতে কার্যকরী ভূমিকা রাখে।

৭.এছাড়া পেঁয়াজের রসের সঙ্গে মধু মিশিয়ে খেলে সেটাও কাশি সারাতে দারুন কাজ করে। - সূত্রঃ অনলাইন

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com