জেগে উঠছে সিরামিক শিল্প

প্রকাশের সময় : 2020-01-29 15:00:13 | প্রকাশক : Administration
জেগে উঠছে সিরামিক শিল্প

মিরাজ শামসঃ মৃৎকর্ম বা মৃৎশিল্প সম্ভবত মানব সভ্যতার সবচেয়ে পুরোনো শিল্প। প্রথমদিকে মাটি দিয়ে হাতেই তৈরি হতো দৈনন্দিন ব্যবহার্যের এসব তৈজসপত্র। সময়ের বিবর্তনে সেই শিল্প এখন সিরামিকে রূপ নিয়েছে। এখন আধুনিক যন্ত্রে তৈরি হচ্ছে রঙিন কারুকার্যময় পণ্য। নির্মাণ, গৃহস্থালি এবং শোভাবর্ধক কাজে এসব সামগ্রীর ব্যবহার বহুগুণ বাড়ছে। সাম্প্রতিক সময়ে দেশেও এ শিল্পের বেশ প্রসার ঘটেছে। স্থানীয় বাজারের চাহিদা পূরণ করে বিভিন্ন দেশের বাজারে রপ্তানিও বেড়েছে। সম্ভাবনাময় এ খাত উদ্যোক্তাদের মাঝে আশার আলো জাগিয়েছে। ব্যাংক ঋণের উচ্চ সুদহার ও নানান সমস্যার মধ্যেও গত ১০ বছরে বিনিয়োগ বেড়েছে বহুগুণ। পোশাকের পরে সম্ভাবনার অফুরন্ত সুযোগ তৈরি করতে পারে এ শিল্প। দেশীয় শিল্পের মধ্যে নতুন করে জেগে উঠেছে সিরামিক।

বাংলাদেশে সিরামিক শিল্পের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ১৯৫৮ সালে। বগুড়ায় তাজমা সিরামিক ইন্ডাস্ট্রিজ ছিল প্রথম কারখানা। সময়ের হিসেবে নিজেদের কারখানা অনেক আগে হলেও ১৯৯০ সাল পর্যন্ত আমদানিনির্ভরই ছিল এ খাত। এরপর থেকে ধীরে ধীরে এগোতে থাকে। সাম্প্রতিক সময়ে নীরবেই যেন বিপ্লব ঘটে গেছে। আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় গত এক দশকে এ শিল্পের বিপুল উন্নয়ন হয়েছে। দেশে দ্রুত বর্ধনশীল খাতের মধ্যে অন্যতম এখন সিরামিক।

বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিসিএমইএ) তথ্য অনুযায়ী, বর্তমানে দেশীয় সিরামিকের ছয় হাজার কোটি টাকার বাজার রয়েছে। ২০১৩-১৪ অর্থবছরে যা ছিল সাড়ে ৩ হাজার কোটি টাকার। অন্যদিকে বছরে প্রায় এক হাজার কোটি টাকার পণ্য আমদানি হচ্ছে। সম্ভাবনাময় এ খাত আগামী পাঁচ বছরে দেশে তৃতীয় বৃহত্তম খাতে রূপান্তর হবে। আমদানিবিকল্প সিরামিক পণ্য উৎপাদনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন উদ্যোক্তারা। গত অর্থবছরে ৫৮৫ কোটি টাকার সিরামিক পণ্য রপ্তানি হয়েছে। এর মধ্যে বেশিরভাগ গেছে ভারত, ইউরোপ ও মধ্যপ্রাচ্যে।

বর্তমানে দেশীয় ৬৬ ব্র্যান্ডের সিরামিক পণ্য বাজারে পাওয়া যায়। ছোট-বড় মিলিয়ে দেশে শতাধিক কোম্পানি সিরামিক পণ্য তৈরি করছে। এ খাতের সঙ্গে জড়িত প্রায় পাঁচ লাখ মানুষ। দেশে তৈরি টাইলস স্থানীয় বাজারে বেশি বিক্রি হচ্ছে। পাশাপাশি ভারত, নেপালসহ কিছু দেশে রপ্তানি হয়। নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ পেলে এবং উৎপাদন ব্যয় কমাতে পারলে পোশাকের পরে রপ্তানিতে বড় খাত হবে সিরামিক। ইউএসএআইডির তথ্য মতে, গত পাঁচ বছরে দেশের সিরামিক খাতে দ্বিগুণ প্রবৃদ্ধি হয়েছে। দেশে এখন সর্বোচ্চ উদীয়মান খাত এটি। সবচেয়ে বেশি প্রসার হয়েছে টাইলসের বাজার। এর আকার সাড়ে চার হাজার কোটি টাকার মতো। অন্যদিকে গৃহস্থালি ৫০০ কোটি এবং স্যানিটারি সামগ্রীর বাজার ৯২০ কোটি টাকার।

গত এক দশকে এ খাতে মোটামুটি বিপ্লব ঘটে যায়। উন্নতমানের সিরামিক পণ্য উৎপাদন করে সুনাম কুড়িয়ে ব্র্যান্ড হিসেবে পরিচিতি পেয়েছে মুন্নু, শাইনপুকুর, ফার, বেঙ্গল ফাইন সিরামিকসহ বেশ কয়েকটি কোম্পানি। এসব ব্র্যান্ডের বেশিরভাগই নজর কেড়েছে গৃহস্থালি সামগ্রীর বাজারে। টাইলসের বাজারে এখন আধিপত্য বেশি এক্স সিরামিক গ্রুপের তিন ব্র্যান্ডের। এর পরের অবস্থানে রয়েছে আকিজ। এ ছাড়া মীর, আরএকে ও চায়না-বাংলা, ডিবিএল, প্যারাগনসহ বেশ কয়েকটি ব্র্যান্ড ভালো করছে।

দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ আকিজ, আবুল খায়ের, ডিবিএল, শেলটেকসহ আরও অনেক কোম্পানি সাম্প্রতিক সময়ে সিরামিকে বিনিয়োগে এসেছে। নতুন করে জেবি, তুষার, বিএইচএল, মেঘনা গ্রুপসহ ১০ থেকে ১২টি কোম্পানি বিনিয়োগ করছে। শুধু দেশি নয়, বিদেশি বিনিয়োগও এসেছে সিবিসি, নিউ জং ইয়ান, ফু-ওয়াং, আরএকে ও চায়না-বাংলাসহ বিভিন্ন ব্র্যান্ডের। সব মিলিয়ে গত ১০ বছরে এ খাতে ৮ হাজার ৬২১ কোটি টাকা বিনিয়োগ হয়েছে। নতুন বিনিয়োগে প্রায় ৪০ কারাখানা স্থাপন করেছেন উদ্যোক্তারা। আরও ১৫ কারখানা স্থাপনের প্রক্রিয়া চলছে। এতে আরও প্রায় তিন হাজার কোটি টাকা বিনিয়োগ হবে। এগুলো আগামী পাঁচ বছরের মধ্যে উৎপাদনে আসবে। নতুন করে আরও এক লাখ লোকের কর্মসংস্থান হবে।

সিরামিকের আন্তর্জাতিক বাজার প্রায় দুই হাজার কোটি ডলারের। এর মধ্যে বাংলাদেশি ব্র্যান্ডের পণ্য যাচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইতালিসহ ৫০টির বেশি দেশে। এর মধ্যে ২০ শতাংশই যায় যুক্তরাষ্ট্রে ও ৩০ শতাংশ ইউরোপে। মধ্যপ্রাচ্যের বাজারও নতুন দুয়ার খুলেছে। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অংশীদারিত্ব খুব সামান্য হলেও যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যযুদ্ধের প্রভাবে রপ্তানি চাহিদা ক্রমেই বাড়ছে।

ইপিবির তথ্য অনুযায়ী, ২০০৯-১০ অর্থবছরে এ খাতের রপ্তানি আয় ছিল তিন কোটি ৭ লাখ ডলার বা প্রায় ২৯০ কোটি টাকা। গত ২০১৮-১৯ অর্থবছরে তা বেড়ে হয়েছে ৫৮৫ কোটি টাকা। গত তিন অর্থবছর ধরে বাড়ছে রপ্তানি। স্থাপন প্রক্রিয়ায় থাকা কারখানাগুলো উৎপাদনে এলে ২০২৫ সালে দ্বিতীয় রপ্তানি খাত হবে সিরামিক বলে আশা সংশ্নিষ্টদের। বর্তমানে সরকার সিরামিক পণ্য রপ্তানিতে ১০ শতাংশ সহায়তা দিচ্ছে। - সমকাল

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com