অমর একুশের চেতনা

প্রকাশের সময় : 2020-02-26 10:57:05 | প্রকাশক : Administration

অমর একুশের চেতনা

মোঃ আখতার হোসেন মন্ডল

মাতৃদুগ্ধ, মাতৃভাষা, মাতৃভূমির ভালোবাসা,

মাটির পরশ, আলো বাতাস,

প্রতিবেশ আর আপন নিবাস,

বিনে কারো পুরে না আশা

মিটেনাগো মনের তৃষা।

 

মা ও মাটির নিত্য ছোঁয়ায়

মায়া মমতার অমিয় ধারায়

মুক্ত জীবন, আপন ভুবন,

শেকড়, বাঁধন, সুখ-পিপাসা,

সব মানুষের স্বপ্ন আশা।

 

এমনতো আর নেইকো নজির

ভাষার জন্য জীবন বাজি,

রক্তে ভাসে পীচ ঢালা পথ,

বললে কথা মায়ের ভাষায়

গুলি চালায় রক্তচোষা।

 

রক্ত ঝরা ৮ই ফাগুণ

একুশ আমার হৃদয়ে আগুন

মুক্তিযুদ্ধের চেতনা সিন্ধু

সুপ্ত প্রাণের বহ্নি শিখা

স্বাধীনতার পথের দিশা।

 

একুশ আমার শোকগাথা

বীর বাঙালির জয় রেঁনেসা

নতুন আলোর সোনালী ঊষা,

বিশ্ব বিবেক রায় জানালো

বিকল্পহীন মায়ের ভাষা।

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com