করোনা ভাইরাস

প্রকাশের সময় : 2020-02-26 10:58:02 | প্রকাশক : Administration

করোনা ভাইরাস

শেখ আশরাফুল ইসলাম

চীন দেশে এলো প্রাণ ঘাতক ভাইরাস নাম তার করোনা

যাকে ধরে সে হারিয়ে ফেলে বেঁচে থাকার প্রেরণা।

এমন মরণব্যাধি চীনে করলো হামলা

ছিল নিজেদের ভুলের ফসল, কার বিরুদ্ধে করবে বলো মামলা।

পরজাতির উপর জুলুম দিয়েছিল বাড়িয়ে

হিজাবমুক্ত করবে চেয়ে মুসলিম নারীর, কাপড় নিল কাড়িয়ে।

এমন কঠিন রোগ দিলেন তিনি ধরিয়ে

ছেলে মেয়ে সব কাপড়ের প্যাকেটে শরীরকে রাখে জড়িয়ে।

মরছে যে মানুষ হাজার হাজার

ভাইরাস সব জায়গায় ছড়িয়ে যায়, দেখে না কোন হাট বাজার।

জানিয়েছে বাদুর নাকি এ রোগ ছড়ানোর একমাত্র বাহক

সকলে দোয়া করি এ ভাইরাস যেন আর কারো না হোক।

এই ভাইরাসের মূল উৎস কালাচ কেউটে জাতীয় সাপ

এ ধারা অব্যাহত থাকে যদি, কমে যাবে অর্থনীতির ধাপ।

কিছু বিজ্ঞানীরা নিয়েছে আসল তথ্য

বাদুররা যে এ রোগ ছড়ানোর বাহক তা নয় সত্য।

চীনে হাজারো মানুষ মরছে এই ভাইরাসে ধুকে ধুকে

অর্থনৈতিক বিপর্যয় পড়তে পারে চীনসহ সারা বিশে^র বুকে।

বেশ বুঝেছেন সরকার, কেন এ রোগে এত মানুষের মরণ

মুসলিম নারীদের উপর চীন সরকারের ছিল অনৈতিক নির্যাতনের কারণ।

বন্ধ হচ্ছে ফ্যাক্টরী, বন্ধ কর্মকান্ড; বড় বদ্ধ জীবন যাপন তাদের

খাদ্য নিয়ে ভাবেনা হালাল হারাম, সিদ্ধ অসিদ্ধর বালাই নাই যাদের।

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com