এল বুঝি রমজান মোঃ আবুল বাশার (কাজল)

প্রকাশের সময় : 2018-06-10 10:48:44 | প্রকাশক : Admin

এল বুঝি রমজান মোঃ আবুল বাশার (কাজল)

রমজান এল বুঝি এক বছর পরে।

খুশীর জোয়ার আসল আবার মুসলমানের ঘরে।

আল্লাহর বড় নেয়ামত পেয়েছে মুসলমান।

বছর ঘুরে চলে আসছে আবারও রমজান।

রমজান এর চাঁদ ওঠল ঐ পশ্চিম গগণ জুড়ে।

রাত পোহালেই থাকব রোজা সকল মুসলীম মিলে।

সেহেরি খাবার সময় যখন মধ্য রাতে হবে।

খাবার শেষে মসজিদেতে চলে যাওয়া সবে।

পাঁচ ওয়াক্ত নামাজ পড় মসজিদেতে এসে।

এত বড় আল্লার নেয়ামত হেলায় দিওনা ভেসে।

রমজান মাসে ইবাদতে আল্লাহ সবচেয়ে খুশী।

নামাজ পড় সঠিক সময় কোরআন পড় বেশী।

তওবা কর খোদার কাছে আর করবো না ধান্দাবাজ।

নামাজ পড়,  রোজা ধর, চালিয়ে যাও আল্লার কাজ।

আসছ একা যাইবা একা সঙ্গে কেহই যাবে না।

সঙ্গে যাবে রোজা নামাজ, কবরে পাবে শান্তনা।

মন কে তোমার প্রশ্ন কর, জিজ্ঞাস কর বারে বার।

মরণ থেকে এই ভুবনে, কেউ পাবে না রেহাই আর।

মসজিদ থেকে আনবে পালকি  রাখবে যখন ওঠানে।

সবাই তখন অস্থির থাকবে করতে তোমার দাফনে।

নাম বলবে না, বলবে লাশ, কবরের ওপর রাখবে লাশ।

রোজা নামাজ সঠিক থাকলে,

হবে তোমার টিকেট পাশ।

সাবাই কে  রমজান মোবারকের শুভেচ্ছা।

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com