বাংলাদেশে করোনায় মৃত্যুহার বিশ্বের মধ্যে সবচেয়ে কম

প্রকাশের সময় : 2020-09-03 16:59:43 | প্রকাশক : Administration
বাংলাদেশে করোনায় মৃত্যুহার বিশ্বের মধ্যে সবচেয়ে কম

সিমেস্ক ডেস্কঃ বিশ্বের করোনায় জর্জরিত দেশগুলোর মধ্যে মোট আক্রান্তের বিপরীতে মোট মৃত্যুর হার বাংলাদেশে সবচেয়ে কম। আর সুস্থতার হারের দিক দিয়েও স্বস্তিদায়ক অবস্থানে রয়েছে বাংলাদেশ। তবে সার্বিক করোনা পরিস্থিতি নির্ণয়কসমূহের বিবেচনায় বাংলাদেশের করোনা পরিস্থিতি এখনও প্রবল ঝুঁকিতে রয়ে গেছে।

মানুষের মধ্যে নমুনা পরীক্ষায় অনাগ্রহ দেখা দিয়েছে। হাসপাতালবিমুখ হয়ে পড়েছে করোনা রোগীরা। দেশের করোনা পরিস্থিতি প্রবল ঝুঁকিতে প্রবেশ করে দীর্ঘদিন ধরে একই অবস্থানে রয়ে গেছে। দৈনিক রোগী শনাক্তের উচ্চহার জানিয়ে দিচ্ছে যে, বাংলাদেশের আনাচে কানাচে অসংখ্য করোনা রোগী রয়ে গেছে। প্রায় পাঁচ মাস ধরে করোনায় আক্রান্ত বাংলাদেশ।

বিশ্বের করোনায় জর্জরিত দেশগুলোর মধ্যে মোট আক্রান্তের তুলনায় মোট মৃত্যুর হার বাংলাদেশে সবচেয়ে কম। আর সুস্থতার হারের দিক দিয়েও স্বস্তিদায়ক অবস্থানে রয়েছে বাংলাদেশ। সুস্থতার হার বেড়েই চলেছে। দেশে করোনা শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে অর্ধেকের বেশি সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৪৬ শতাংশ। - সূত্রঃ অনলাইন

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com