শতবর্ষে মুজিব

প্রকাশের সময় : 2020-09-03 17:45:16 | প্রকাশক : Administration
শতবর্ষে মুজিব

শতবর্ষে মুজিব

মোঃ আখতার হোসেন মন্ডল

মহাকালের স্রোতে শতবর্ষে হে মুজিব

তুমি অনতীত চির নবীন চির সজীব,

মুক্তির কাঙ্খিত ভুবনে সূর্য-সারথী,

ইতিহাসের মিনারে জ্বেলেছো প্রদীপ।

 

শান্তি সুখের সমাহার উন্নয়নের অবতার,

নেপথ্য শিল্পী তুমি নিপুণ রূপকার,

চেতনার অবিনাশী জীয়নকাঠি,

আদর্শের পরশমণি স্বপ্নের মণিকার।

 

বাঙালির প্রাণে শক্তির উৎস নির্ঝর,

অফুরান প্রেরণার উচ্ছ্বাস, স্বচ্ছ সরোবর,

প্রগতির হাতিয়ার দারিদ্র জয়ে কৃচ্ছতা অবিলাস,

বিশ্বজুড়ে আজ ধ্বনিত “শাবাশ বাঙালি শাবাশ”।

 

রাজনীতির স্বপ্নরাজ্যে রচিলে চিরদীপ্ত ছায়াপথ

তোমারই কল্যাণমুখী কর্মরাজ্যের নীলিমায়,

অনিত্য জীবনপুরে তুমি নিত্য স্মরণীয়

রক্তঝরা অরুণোদয়ের স্বর্ণ লিপিকায়।

 

জাতির ভাগ্যাকাশে তুমি বিধাতার অনুগ্রহ,

দিগন্তে প্রসারিত শান্তির মহীরুহ,

নতুন ঊষায় হৃদয়ের উষ্ণতায়

রাঙিয়েছো দেশ প্রাচুর্যের রূপালী আভায়।

 

তোমারই যোগ্য উত্তরসুরী তোমারই কন্যা

উঁচিয়ে ধরেছে অর্জিত পতাকা তোমারই স্বপ্ন সাধনা,

এগিয়ে চলেছে বঙ্গতরী অটল অনিবার,

শক্ত হাতে ধরেছে হাল অবিচল এই কর্ণধার।

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com