জোকস্

প্রকাশের সময় : 2020-09-03 17:45:41 | প্রকাশক : Administration
জোকস্

জোকস্

সংগ্রহেঃ রোমেল হোসাইন

পঁচা বাসি গন্ধঃ

রতনের ছিল চারটা ছেলে। ছেলেগুলোর নামও ছিল আজব। পঁচা, বাসি, গন্ধ আর মুইতা। একবার রতনের বন্ধু বেড়াতে এলো বাড়িতে। গ্রামে আসতে তার বন্ধুকে অনেক পরিশ্রম করতে হয়েছে । বন্ধুর অনেক ক্ষুধা লাগলো এবং তাড়াতাড়ি খাবার চাইলো।

রতনঃ একটু সময় দে, পোলাও কোরমা রান্না করি।

বন্ধু বললঃ আরে ওসব লাগবে না, যা আছে তাই দে।

রতন তখন তার ছেলেদের ডাকলঃ পঁচা, ভাত আন। বাসি, তরকারী আন।

ভাব ভাল না দেখে বন্ধু বললোঃ থাক দোস্ত আমি খাব না।

রতনঃ এতো কষ্ট করে এসেছো তোমাকে কি না খাইয়ে ছাড়বো? গন্ধ, ডাল আন। মুইতা, পানি আন ! বন্ধু পা ধরে মাফ চেয়ে দিল এক দৌঁড় ...............

 

চাকরির ইন্টারভিউঃ

দুইজন লোক গেল চাকরির ইন্টারভিউ দিতে

প্রথমজন আগেই প্রশ্নকর্তাকে ঘুষ দিয়ে রেখেছিলো!!

প্রশ্নকর্তা প্রথমজনকে প্রশ্ন করলেনঃ তুই ডগ বানান কর।

প্রথম জনঃ DOG.

প্রশ্নকর্তাঃ সাবাস।

এরপর তিনি দ্বিতীয় জনকে বললেনঃ তুই হিপোপটমাস বানান কর।

দ্বিতীয় জনঃ এটা তো পারি না।

প্রশ্নকর্তাঃ তুই পারিস নাই তুই বাদ। ওর চাকরি হয়া গেছে।

দ্বিতীয় জনঃ মানি না। আমারে কঠিনটা ধরছেন ওরে সহজটা ধরছেন।

প্রশ্নকর্তাঃ আচ্ছা ঠিক আছে আবার। এই তুই বল ১৯৭১ সালে বাংলাদেশে কতজন মারা গেছে?

প্রথম জনঃ ৩০ লক্ষ।

প্রশ্নকর্তাঃ সাবাস।

এরপর দ্বিতীয় জনকে বললোঃ তুই

ওই ৩০ লক্ষ মানুষের নাম বল।

দ্বিতীয় জন বেহুশ!!

 

তিন পাগলঃ

তিন পাগলকে চিকিৎসা

করা শেষে একজন ডাক্তার তাদের কে প্রশ্ন করলেন..

বলতো ৫ + ৫ = কত?

প্রথম পাগলঃ ৫+৫ = ৭০০।

দ্বিতীয় পাগলঃ ৫ + ৫ = জানুয়ারি মাস।

শুনে ডাক্তার হতাশ হয়ে ৩য় জনকে বলল তুমি বলতো।

৩য় পাগলঃ ৫ + ৫ = ১০। শুনে ডাক্তার অনেক খুশি হল এবং প্রশ্ন্ন করল কিভাবে ১০ হল বলতো।

৩য় পাগলঃ ৭০০ থেকে জানুয়ারি মাস বিয়োগ করে।

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com