গোলমরিচ দেখতে কালো হলেও এর গুন প্রচুর!

প্রকাশের সময় : 2020-09-17 16:59:10 | প্রকাশক : Administration
গোলমরিচ দেখতে কালো হলেও এর গুন প্রচুর!

সিমেক ডেস্কঃ দেখতে কালো হলেও এর গুন একেবারেই যেন উল্টো। হজম শক্তি বাড়াতে, কফের সমস্যা এমনকি জ্বরে গোলমরিচের ব্যবহার করে থাকেন। কিন্তু জানেন কি এই জিনিসটি কতগুলি রোগের উপশম হিসেবে কাজ করতে পারে।

কফের সমস্যা দূরীকরণঃ অল্প গোলমরিচ গুঁড়া ও লবণ মিশিয়ে কিছুক্ষণ মুখে রাখলে গলা খুসখুস নিমেষের মধ্যেই দূর হয়ে যাবে।

জ্বর কমাতেঃ গোলমরিচের সাথে চিনি মিশিয়ে খেলে জ্বর দূরীকরণ করা সম্ভব।

হজম শক্তি বাড়াতেঃ যদি বদহজম বা হজম সম্পর্কিত কোন সমস্যা হয় তাহলে অল্প গোলমরিচ চিবলে হজম শক্তি বেড়ে যায় বহুগুন।

দাঁত ব্যথার সমস্যায় ব্যবহারঃ দাঁত ব্যথা প্রচন্ড বেড়ে গেলে অল্প গোলমরিচ গুড়ো করে মাড়িতে রেখে দিলে ব্যথার সঙ্গে মুখের দুর্গন্ধ দূর হয়। - সূত্রঃ অনলাইন

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com