প্রাণঘাতী এক ভাইরাসের বক্তব্য

প্রকাশের সময় : 2020-09-17 17:23:11 | প্রকাশক : Administration
প্রাণঘাতী এক ভাইরাসের বক্তব্য

প্রাণঘাতী এক ভাইরাসের বক্তব্য

মোঃ আখতার হোসেন মন্ডল

হে আদম সন্তান,

বুদ্ধি বিবেক সেরা বলেই তুমি মানুষ

আশরাফুল মাখলুকাত,

কিন্তু অপকর্মে তোমার উপর নেই কোন জাত।

 

নশ্বর জীবনের এপথ চলায়

মহান স্রষ্টার নির্ধারিত বিধিমালার

সবকিছুতেই চরম গাফেলতি, অনীহা,

ধৃষ্টতা, অবজ্ঞা, অশ্রদ্বা তোমার।

 

তোমার সৃষ্টির অপপ্রয়োগে প্রকৃতি ক্ষত-বিক্ষত,

বৈরী রূঢ় প্রতিবাদী, বেসামাল বিক্ষুব্দ;

তোমার বিলাসী, খেয়ালী আচরণ, মানবিক অবক্ষয়

জন্মে দিল বৈশ্বিক পরিবেশে অপ্রতিরোধ্য বিপর্যয়।

 

নৈতিক অধঃপতন! পদে পদে সীমা লংঘন,

হয়েছো অকৃতজ্ঞ, আত্নঘাতি, যুগেযুগে পথভ্রষ্ট তীর্থযাত্রী

সকল মহামারী, অতিমারী দূর্যোগ মহাপ−াবণ

তোমারই কর্মফল তুমি করোনি অনুধাবন।

 

সভ্যতার ফানুসে বিবেকের বিসর্জনে

মমতা, মূল্যবোধ, সুমতি নির্বাসনে;

অপরাধ-রাজ্যে তুমি বেপরোয়া বেশুমার

পাপ কালিমায়, সুন্দর পৃথিবী মলিন করেছো বারে বার।

 

হারিয়ে পথ মনুষত্বের উষর ধূসর মরুতে

অনেক কলংক কুড়িয়েছো তুমি মানুষের অবয়বে

অশ্লীলতার মহাউত্থানে সমাজের পরতে পরতে

হার মানিয়েছো হিংস্র নগ্ন পশুকে বর্বরতার আতিশয্যে।

 

তোমার আতঙ্ক দেখে আমার হাসি পায়

হে বেহুশ মানুষ! আমাকে নয় স্রষ্টাকে কর ভয়,

যে-পথ চিরসত্য, সে-পথে চলো অবিরত

সে-পথেই অনাবিল সুখ, শান্তি, মুক্তি অবধারিত।

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com