তোমাদের চলে যায়

প্রকাশের সময় : 2020-09-17 17:24:37 | প্রকাশক : Administration
তোমাদের চলে যায়

তোমাদের চলে যায়

আসাদ উল্লাহ

তোমাদের এক চিলতে ভালোবাসায় দিন চলে যায়

কোন রকম একটি গোলাপ হলে কেউ রাধা কেউ কৃষ্ণ

চিবুকে বাজাও আড় বাঁশি,

খোঁপায় খেলে বৃন্দাবন

আমার চাই এক পৃথিবী বাগান,

দীর্ঘ মাধবীলতার ছায়া।

 

ছেলেবেলায় বৃষ্টি হতো কেমন জানি

মাখন মাখন গন্ধ লাগা

আকাশ ভেঙে বারান্দায় হাসতো যেনো ভোরের শিউলি আর-

একটি দোয়েল পাখি জলে ভিজিয়ে

চঞ্চু নৃত্য করে যেতো

এখন বৃষ্টি হয় কিন্তু হৃদয় খোলে না কোথাও।

 

মধ্যদূপুরে রোদও ছিলো কমল কোমল শিশুর মতো নরম

কখনো তাপ ছড়িয়ে দিলে মুহূর্তেই মাধবীর নাতিশীতোষ্ণ হাসি।

এখন সার্কাস বালিকার মতো সময় কখনো রশি কখনো রিং ধরে লাফায়

অকারণ ক্ষত করে কী সুখ পায়

কাঠঠোকরা বৃক্ষের শরীর?

 

বেঁচে থাকার জন্য অন্তত চাই

স্থির কোন শীতল পাটি

রমনীর নাভীর গোপনের

মতো নিবিড় কোন ভালোবাসা।

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com