জোকস্

প্রকাশের সময় : 2020-10-28 12:03:33 | প্রকাশক : Administration
জোকস্

জোকস্

সংগ্রহেঃ ফেরদৌস আলম

জিজ্ঞাসাঃ

 

এক ভদ্রলোক এসে পুলিশকে জিজ্ঞেস করলেন, ‘আমি কি এখানে গাড়িটা পার্ক করতে পারি?’

পুলিশঃ না।

ভদ্রলোকঃ তাহলে এই গাড়িগুলো এখানে কেন?

পুলিশঃ যারা রেখেছে, তারা কেউ আমাকে জিজ্ঞেস করেনি।

তাহলে আমি আপনাকে কেন জিজ্ঞেস করতে যাব!

 

গাড়ির ব্রেকঃ

 

বল্টুর কারখানায় আগুন লেগেছে। জলদি আগুন নেভাতে না পারলে সর্বনাশ হয়ে যাবে। বল্টু খবর দিলেন দমকলকর্মীদের।

চটজলদি হাজির হলো দমকল বাহিনী। কারখানার সামনের ছোট গলিটার দুপাশের দোকানগুলো ভেঙে, সদর দরজা গুঁড়িয়ে দিয়ে, দেয়াল ভেঙে সোজা অগ্নিকুন্ডের স্থলে গিয়ে থামল গাড়ি! প্রচন্ড ঝাঁকি খেয়ে গাড়ির পেছনে রাখা পানির ট্যাংকীটা ছিটকে গিয়ে পড়ল আগুনে। ব্যস, নিভল আগুন। দমকলকর্মীদের তৎপরতা তিনি মুগ্ধ। দমকল বাহিনীর প্রধানের হাতে ১০ হাজার টাকা পুরস্কার তুলে দিলেন। জিজ্ঞেস করলেন, ‘এই টাকা দিয়ে আপনারা কী করবেন বলুন তো?’

দমকল বাহিনীর প্রধানঃ প্রথমেই গাড়ির ব্রেকটা ঠিক করাব!

আমি এখানে গাড়ির ব্রেক ছাড়া এসেছি! ভাগ্যিস বিপদটা আগুনের কাছে এসে গাড়িটা থেমেছে!

ধারণাঃ

 

এক পকেটমারের সঙ্গে জেলখানায় দেখা করতে গেছে অন্য এক পকেটমার বন্ধু।

পকেটমার বন্ধুঃ বন্ধু, তুমি কোনো চিন্তা করো না। আজ সকালেই আমি উকিলের সঙ্গে দেখা করে এসেছি। উকিলকে নগদ ২০ হাজার টাকাও দিয়ে এসেছি।

কয়েদি বন্ধুঃ উকিল কী করলেন? টাকাগুলো পকেটে রেখে দিলেন?

পকেটমার বন্ধুঃ হু। অন্তত ওনার তা-ই ধারণা। আমি কি এত বোকা, তাকে টাকা দিয়েছি ঠিকই কিন্তু পকেটটা কেটে দিয়েছি সালা বুঝতেই পারে নাই।

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com