কুকুর যখন কৃষক

প্রকাশের সময় : 2018-06-27 18:32:35 | প্রকাশক : Admin

সিমেক ডেস্কঃ মানুষের পোষমানা প্রাণীগুলোর মধ্যে কুকুরই সম্ভবত প্রথম। যখন থেকে মানুষকে মনিব মানা শুরু করেছে, তখন থেকে এই প্রাণিটি নিরাপত্তা, সন্ধানকাজ, শিকার ও সাহায্যকারী হিসেবে দৈনন্দিন কাজে সহায়তা দিয়ে যাচ্ছে। কিন্তু কুকুরকে কখনো কৃষিকাজ করতে দেখা যায়নি। আবাদি জমিতে কৃষকের পরিবর্তে একটি কুকুর যদি চাষযন্ত্রের হাল ধরে, তাহলে দেখতে কেমন লাগবে ভাবুন তো! আর যা-ই হোক, ঘটনাটি একদম নতুনই বলা যায়। রুশ ফেডারেশনের অন্তর্ভুক্ত সাইবেরিয়ার ওমস্ক ওব্লাস্টের তারা শহরে রাশিয়ার সেনাবাহিনীর এক প্রাক্তন কর্মকর্তা আলেক্সান্দার মাতিতসিন তার পোষা কুকুরকে কৃষিকাজের প্রশিক্ষণ দিয়েছেন। কুকুরটির নাম লেমন। এটি একজন তরুণের চেয়েও দক্ষভাবে আবাদি কাজ সম্পন্ন করতে পারে বলে মাতিতসিনির দাবি। লেমনের মনিব ছিলেন সেনাবাহিনীর কুকুরের প্রশিক্ষক। ফলে সহজেই লেমনকে তিনি কৃষিকাজ শেখাতে পেরেছেন।

শুধু তাই নয়, লেমনের আরো গুণ রয়েছে। কৃষিকাজের জন্য টিউবওয়েল থেকে পানি এনে দেয় এটি। নিজেই টিউবওয়েলের ডান্টি চাপতে পারে এবং পানিভর্তি বালতি তার মনিবের নিদের্শনা মতো স্থানে পৌঁছে দেয়। মাতিতসিন জানান, লেমন নতুন কিছু শিখতে খুবই আগ্রহী এবং কোনো কৌশল আয়ত্ত করার পর তা কখনো ভুলে না। সত্যিই, কুকুরের যে এত গুণ, তা হয়তো আগে অনেকেরই জানা ছিল না।

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com