ম্যাচ বক্সে জায়গা হওয়া শাড়ি

প্রকাশের সময় : 2020-12-27 17:24:41 | প্রকাশক : Administration
ম্যাচ বক্সে জায়গা হওয়া শাড়ি

সিমেক ডেস্কঃ ২৭ বছর বয়সী নাল্লা বিজয়। ভারতের এ যুবক বিশেষ দক্ষতা অর্জন করেছেন সূক্ষ্ম তাঁত বুননে। সম্প্রতি তাঁত বুননে নতুন রেকর্ড গড়েছেন এই যুবক। তিনি বারাক ওবামা এবং ফার্স্ট লেডি মিশেল ওবামার আগমণ উপলক্ষে ১৫ দিন ধরে তার সুক্ষ্ম দক্ষতাকে কাজে লাগিয়ে একটি শাল ও সিল্ক শাড়ি মিহি বুননে তৈরি করেছেন।

ফার্স্ট লেডি মিশেল ওবামাকে উপহার দেয়া রেশমি সুতায় তৈরি শাড়িটির দৈর্ঘ্য ৫.৫ মিটার এবং  ওজন মাত্র ৬০ গ্রাম। ছোটো একটি ম্যাচ বাক্সে জায়গা হয়ে যাওয়া এই শাড়িটি ইতোমধ্যেই সবার নজর কেড়েছে। এছাড়া বারাক ওবামার জন্যও একটি শাল তৈরি করেছেন নাল্লা বিজয়। ওবামার জন্য তৈরি শালটির দৈর্ঘ ২মিটার এবং ওজন মাত্র ৩০ গ্রাম। শালটিও একটি ম্যাচ বাক্সে খুব সহজে পুরে ফেলা যায়।  - সূত্রঃ অনলাইন

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com