প্রিয় গ্রাম

প্রকাশের সময় : 2021-01-20 14:59:18 | প্রকাশক : Administration
প্রিয় গ্রাম

প্রিয় গ্রাম

আসাদ উল্লাহ

এই গ্রাম পিতার পিঠের মধুঘ্রাণ মাটি,

এই কুয়াশা আমার

লাউ আর সিমের লকলকে ডগার আড়ালে ঘুঘু ডাকা নরম রোদ

এই মেঠো পথ কুয়াশা মুখর ঘাসের সবুজ আনন্দ আমার।

 

ছেনে ছেনে গাছ যে গাছি নামায় খেজুরের রস

তার হাতে কী সুন্দর ভোর হাসে

মায়ের বোনের মোলায়েম মুখের ছবি

স্নেহ স্নেহ বলে অপার ডাকাডাকি-

গাভীর ওলান থেকে নেমে আসা জান্নাতি নহর

মাথায় লাল ঝুটি বেঁধে বাউল মোরগের নাচানাচি করা উঠোন

উঠোনের মরণ আমার।

 

যারা লাঙলের নাভি ধরে সারাদিন মাঠে মাঠে হাঁটে তারা স্বদেশের সৈনিক,

হতে পারে কৃষক তারা ধ্যান মগ্ন ঋষি

সোনারঙ ফলানো মাঠের পরে মাঠ

তারা নমস্য আমার, তারাই অভিন্ন হৃদয় বাংলার।

 

সামান্য বাঁশের সাঁকোর বন্ধনে কত শত পুষ্পিত হৃদয়

কত শত মানুষ হেঁটে চলে যায় দুঃখ অথবা প্রেমের ডাকে

তারা উড়ায় প্রজাপতি প্রাণে প্রাণে সেই ছায়া শোভা গাঁয়ে থেকে যাবো আমি

স্বাধীনতার সুবর্ণ পতাকা হাতে মরণের পরে আরো একবার।

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com