জোকস্

প্রকাশের সময় : 2021-01-20 15:01:40 | প্রকাশক : Administration
জোকস্

জোকস্

সংগ্রহেঃ ফেরদৌস আলম

সাবান দিয়ে গোসলঃ

 

নদীর ময়লা পানিতে নাসির উদ্দিনকে নামতে দেখে এক পথিক প্রশ্ন করলেন-

পথিকঃ ময়লা পানির নদীতে কী করছেন?

নাসিরঃ গোসল করছি।

পথিকঃ এই ময়লা পানিতে গোসল করে কী লাভ?

নাসিরঃ সমস্যা নাই। সাবান দিয়ে গোসল করছি তো।

 

টাকা ধার চাইলে যা করবেনঃ

 

একদিন হাফিজ চোখ বন্ধ করে শুয়ে ছিলেন। এমন সময় তার বন্ধু এলেন-

বন্ধুঃ আপনি কি ঘুমাচ্ছেন?

হাফিজঃ কেন জিজ্ঞেস করছ?

বন্ধুঃ আপনি যদি আমাকে কিছু টাকা ধার দিতেন।

হাফিজঃ তাহলে আমি ঘুমাচ্ছি। এখন আমাকে একা থাকতে দাও।

 

বোকাদের তালিকা করার উপায়ঃ

 

এক ভদ্রলোক নির্বাচনে দাঁড়ালেন। তিনি ভোটে হারার পর-

জনতাঃ আচ্ছা দাদা, আপনি কত ভোট পেয়েছেন?

ভদ্রলোকঃ তিনশ এক ভোট।

জনতাঃ আপনি তো জানতেন যে, কিছুতেই জিততে পারবেন না। তাহলে দাঁড়ালেন কেন?

ভদ্রলোকঃ আমি ভোটে জেতার জন্য তো দাঁড়াইনি। আমি শুধু দেখতে চেয়েছিলাম এই শহরে কতজন বোকা আছে। তার একটা হিসাব নিলাম।

 

ছেলেরা কাঁদে বিয়ের পরঃ

 

আনুষ্ঠানিকতা শেষ করে বাবা-মাসহ সবাই কনেকে বিদায় দিচ্ছে। এ সময় বর ছাড়া সবাই কান্নাকাটি করছে। পাশেই প্রতিবেশি ছোট্ট একটি ছেলে তার বাবাকে জিজ্ঞাসা করলো-

ছেলেঃ বাবা, ওই মেয়ের বাবা-মা কাঁদে কেন?

বাবাঃ তার মেয়েকে এত বড় করেছে, লেখাপড়া শিখিয়ে মানুষ করেছে। এখন বিদায় দিচ্ছে পরের ঘরে। তাই তার মায়ায় কান্নাকাটি করছে।

ছেলেঃ তা মেয়েটা কাঁদে কেন?

বাবাঃ মা-বাবাকে ছেড়ে পরের ঘরে চলে যাচ্ছে। তাই সেই মায়ায় কান্নাকাটি করছে।

ছেলেঃ তাহলে বরটা কাঁদছে না কেন?

বাবাঃ সবাই শুধু এখন কাঁদছে। আর ছেলেটা কাঁদবে সারাজীবন। সবে বিয়ে করেছে। বউটা নিয়ে ঘরে উঠুক, তারপর থেকে কাঁদবে।

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com