কেউ নয় আপন

প্রকাশের সময় : 2021-02-03 16:31:19 | প্রকাশক : Administration
কেউ নয় আপন

কেউ নয় আপন

বীর মুক্তিযোদ্ধা মোঃ আখতার হোসেন মন্ডল

এ সংসারে হয় না কেউ

কারো আপন জন

আপন আপন বলিস কারে

ওরে পাগল মন।

 

অর্থ বিত্ত নাম পরিচয়

সবই মূল্যহীন

যেমন কর্ম তেমন সঞ্চয়

রবে চিরদিন।

 

দুজাহানের অমূল্য ধন

সঙ্গী সারাক্ষণ

পাবে সে ধন সত্যের পথে

করলে বিচরণ।

 

বাদী হয়ে সাক্ষী দেবে

যে অঙ্গ আমার

অস্বীকারের সাধ্য নেই

যখন শেষ বিচার।

 

মধু আর বিষ মিলে

দুনিয়া এক ফুল

যার যেমনি ইচ্ছা নিতে

চিনতে করে ভুল।

 

নেশার ঘোরে বিষের স্বাদ

লাগে মধুর মতন

মধু নিতে করতে হবে

সাঁঈজীরে ভজন।

 

          ১১ নভেম্বর ২০২০ সাল

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৯১২৫২২০১৭, ৮৮০-২-৭৯১২৯২১
Email: simecnews@gmail.com