জোকস্

প্রকাশের সময় : 2021-02-03 16:31:42 | প্রকাশক : Administration
জোকস্

জোকস্

সংগ্রহে: ফেরদৌস আলম

 

এখানে কি ডিম পাওয়া যায় না:

 

মফস্বল শহরে বেড়াতে এসে এক পর্যটক একটি রেস্তোরাঁয় ঢুকলেন। ঢুকে তিনি দুটো সেদ্ধ ডিম আর চায়ের অর্ডার দিলেন। খাওয়া শেষে তাকে বলা হলো বিল পঁয়ত্রিশ টাকা।

পর্যটক: এত দাম ডিমের? তোমাদের এখানে কি ডিম পাওয়া যায় না?

ওয়েটার: ডিম পাওয়া যায়, কিন্তু পর্যটক পাওয়া যায় না।

 

ছুটিতে ঘুরতে বেরিয়েছে গাধা:

 

শীতের ছুটিতে বাংলাদেশে বেড়াতে এসেছেন এক বিদেশি। তার গাইড হিসেবে দায়িত্ব পালন করছে হাবুল।

বিদেশি: তোমাদের এলাকাটা ভালোই। তবে আশপাশে মানুষ যা দেখছি, সবাই গাধা প্রকৃতির।

হাবুল: সমস্যা নেই। ছুটি ফুরালেই গাধাগুলো সব ফিরে যাবে!

 

সুদসহ স্ত্রীকে ফেরত:

ছেলে-মেয়ে ও স্ত্রীসহ ফজলু গেলেন শ্বশুরবাড়ি। গিয়ে শ্বশুরের পায়ে সালাম করে বললেন-

ফজলু: আব্বা, আমি সন্ন্যাস নেব স্থির করেছি।

শ্বশুর: সে কী! সন্ন্যাস নেবে কেন?

ফজল: পরকালের কাজ করবো তাই। যাই হোক, আমি সন্ন্যাস গ্রহণের আগে কারো কাছে কোনো ঋণ রাখব না। সব শোধ করে দিয়ে যাব।

শ্বশুর: আমার কাছে তো তোমার কোনো ঋণ নেই।

ফজল: আছে। দশ বছর আগে আপনি আমাকে কন্যাদান করেছিলেন। আজ তা সুদসহ ফিরিয়ে দিয়ে গেলাম।

 

সম্পর্ক তো আমার চেয়ে তোমার বেশি:

 

বল্টু তার বড় ভাইকে বলছে-

বল্টু: প্লিজ, মার কাছে সিনেমার পয়সা চাও।

ভাই: তুই চা না! মা তো শুধু আমার না, তোরও।

বল্টু: তা বটে, তবে তার সঙ্গে তোমার সম্পর্ক তো আমার চেয়ে অনেক বেশি দিনের, ঠিক না?

 

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com