রক্ত লাল নদীর পানি

প্রকাশের সময় : 2021-02-17 14:10:48 | প্রকাশক : Administration
রক্ত লাল নদীর পানি

রাশিয়ায় একটি নদীর পানি আচমকাই লাল হয়ে গেছে। দেখলে মনে হতে পারে পানিতে রক্ত মিশে গেছে। নদীর পানি এতটাই লাল হয়ে গেছে যে তাতে নামার সাহস দেখাচ্ছে না হাঁসও। নদী দেখে আতঙ্কিত স্থানীয়রাও। সেই লাল পানির ছবি, ভিডিও শেয়ার হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

দক্ষিণ রাশিয়ার এই নদীটির নাম ইসকিটিমকা। কি কারণে হঠাৎ পানির রং এমন লাল হয়ে গেছে তা কেউ নিশ্চিত করে বলতে পারছেন না। তবে মনে করা হচ্ছে, কোনও কারখানার বর্জ্য থেকে রাসায়নিক মিশে এমন হয়ে থাকতে পারে।

জানা গেছে, নদীটির কাছেই রয়েছে কেমেরোভো শিল্প এলাকা। স্থানীয় প্রশাসনের একাংশের ধারণা, এই এলাকায় একটি নালা দীর্ঘদিন বন্ধ ছিল। সেই নালার পানিই মিশতে শুরু করেছে নদীতে। তার থেকেই নদীর পানি এমন লাল হয়ে থাকতে পারে। তবে কোন রাসায়নিকের ফলে এমনটা হয়ে থাকতে পারে সে সম্পর্কেও কোনও কিছু জানা যায়নি। স্থানীয় প্রশাসনের পক্ষে খোঁজ নেওয়া শুরু হয়েছে। - সূত্র: অনলাইন

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com