সমাধিক্ষেত্র দেখতে আসেন পর্যটকরা

প্রকাশের সময় : 2021-02-17 14:14:05 | প্রকাশক : Administration
সমাধিক্ষেত্র দেখতে আসেন পর্যটকরা

মেগালিথগুলোতে খোদাই করা আছে অসংখ্য চিত্রকর্ম। এগুলোতে প্রাচীনকালের মানুষের অজানা কোনো ভাষা, তাদের সংস্কৃতি, সমাজ, গৃহপালিত পশু, দেবদেবী, শিকার, পবিত্র ও রহস্যময় সব চিহ্ন ফুটে উঠেছে...

ফ্রান্সের ব্রিট্টানিতে গাভ্রিনিস নামের ছোট্ট একটি দ্বীপ। এ দ্বীপেই রয়েছে পৃথিবীতে এ পর্যন্ত আবিস্কৃত সর্বপ্রাচীন সমাধিক্ষেত্রগুলোর একটি। নাম গাভ্রিনিস। নামটি এসেছে দুটি ব্রেটন শব্দ ‘গেভর’ অর্থ ছাগল আর ‘ইনিস’ অর্থ দ্বীপ থেকে। নামের পুরো অর্থ দাঁড়ায়- ছাগলের দ্বীপ। দ্বীপের নামেই সমাধিক্ষেত্রের নামকরণ করা হয়েছিল গাভ্রিনিস।

তবে সমাধির নির্মাণকালে এর নাম কী ছিল কিংবা দ্বীপের নাম কী ছিল তা জানা যায় না। গাভ্রিনিস নামকরণের ঘটনা মাত্র ১ হাজার বছর আগের। সবচেয়ে শিল্পসমৃদ্ধ সমাধি বলা যেতে পারে এটিকে। ৩৫০০-৩৪০০ খ্রিস্ট পূর্বাব্দের মাঝে নির্মিত এই স্থাপনাটির মাঝারি আকৃতির মেগালিথগুলোতে খোদাই করা আছে অসংখ্য চিত্রকর্ম। এগুলোতে প্রাচীনকালের মানুষের অজানা কোনো ভাষা, তাদের সংস্কৃতি, সমাজ, গৃহপালিত পশু, দেবদেবী, শিকার, পবিত্র ও রহস্যময় সব চিহ্নের চিত্র ফুটে উঠেছে।

১৮৩৫ সালে প্রথম আবিস্কৃত হলেও এর যথাযথ খনন কাজ শেষ হয় ১৯৮০-এর দশকে। বর্তমানে এটি পর্যটকদের জন্য উন্মুক্ত। এখানকার অনেক খোদাই করা পাথুরে চিত্রকর্ম বর্তমানে বুগন জাদুঘরে প্রদর্শিত হচ্ছে। এ জাদুঘরটি আবার আরেক প্রাচীন সমাধি টিউমুলাস অব বুগনের জন্য তৈরি। - সূত্র: অনলাইন

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৯১২৫২২০১৭, ৮৮০-২-৭৯১২৯২১
Email: simecnews@gmail.com