রমজানের প্রস্তুতি নিন

প্রকাশের সময় : 2021-04-15 11:52:52 | প্রকাশক : Administration
রমজানের প্রস্তুতি নিন

রাশিদ রিয়াজ: এবার রমজানে আমাদের মধ্যে যাদের পবিত্র কোরআনের যেসব সূরা অর্থ সহ পড়া হয়নি তারা তা পড়ে ফেলুন। কারণ রমজানে স্বাভাবিকভাবে আমাদের মন অনেকটা ধর্ম অনুসন্ধানী হয়ে ওঠে। বাড়তি এবাদতের সুযোগ পাওয়ার ফলে এটা হয় যা অন্য সময় ব্যস্ততার ফাঁকে করা সম্ভব হয়ে ওঠে না।

আমাদের সবার হাতে মোবাইল ফোন। ইউটিউবে পবিত্র কোরআনের অর্থসহ সূরা শোনার এ এক বিশেষ সুযোগ। সেহরি খেতে একটু আগে উঠলে অন্তত কোনো সূরার কয়েকটি আয়াত অর্থ সহ শুনতে পারেন। আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরির বিশেষ সুযোগ পাওয়া যায় রমজানে। কারণ রোজা   রাখা অবস্থায় আমাদের মন ও সার্বিক পরিবেশ অন্য সময়ের তুলনায় অনেকটা কোরআন ও হাদিস জেনে বুঝে নেয়ার অনুকূলে থাকে।

আরবি অর্থ না জানার কারণে আমরা অনেকে মসজিদে যেয়ে নামাজ পড়লেও সূরার অনেক অর্থ, খুৎবা বা বয়ানের মানে পুরোপুরি বুঝে উঠতে পারি না। রমজান মাসে তা বুঝে ওঠার কিছুটা বাড়তি সময় পাওয়া যায়। এবং তা কাজে লাগালে বছরের বাকি সময় তা আপনার জন্যে চলার পথে নিদর্শন হয়ে উঠতে পারে।

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com