বীর মুক্তিযোদ্ধা মোঃ আখতার হোসেন মন্ডল
সেদিন ছিল ৭ মার্চ, ১৯৭১
রক্তাক্ত বসন্ত, জনরোষে উত্তাল
আগুন ঝরা ২২ ফাগুন।
হাজার বছরের ইতিহাসে কঠোরতম
আন্দোলনের অফুরন্ত তড়িৎ-তরঙ্গ
যেন আগ্নেয়গিরির উৎক্ষিপ্ত অগ্নিস্ফুলিঙ্গ।
রেসকোর্সে লাখো মানুষের সমাবেশে
একটিমাত্র অংগুলি হেলনে
সে তরঙ্গ ছড়িয়ে পড়ে দিগন্ত জুড়ে,
মাসব্যাপী অপ্রতিরোধ্য অসহযোগ
আন্দোলনের অশেষ তীব্রতায় অচল দেশ,
চলেছে তেমন চেয়েছো যেমন দিয়েছো নির্দেশ।
২৫ মার্চ রাতের অন্ধকারে
অতর্কিত হামলা, পরিকল্পিত গণহত্যা নির্বিচারে
শুরু হয় বাঙালির অস্তিত্তের লড়াই,
দৃপ্ত শপথে এগিয়ে যাই দুর্বার
তোমার দেখানো পথ ধরে
তুমি ছিলে প্রেরণা আমাদের হৃদয় জুড়ে।
চলেছে যুদ্ধ, তুমি ছিলে কারারুদ্ধ
কিন্তু নেপথ্যে অবিচল সমর-নায়ক,
যদিও ছিলেনা পাশে, ছিলে মিশে আকাশে বাতাসে
হৃদয়ের গভীরে ভালোবাসার অমিয় নির্যাসে,
আঠার মিনিটের একটি ভাষণ, কি অসাধারণ!
একটি ইতিহাস, হাজার বছরের স্বপ্ন পূরণ।