তুমি ছিলেনা বলে

প্রকাশের সময় : 2021-05-05 14:34:09 | প্রকাশক : Administration
তুমি ছিলেনা বলে

তুমি ছিলেনা বলে

বীর মুক্তিযোদ্ধা মোঃ আখতার হোসেন মন্ডল

 

তুমি ছিলেনা বলে

ফোটেনি প্রাচুর্যের কুসুম কলি

মেঘলাকাশে কাটেনি দুর্যোগের ঘনঘটা,

যদিও সোনালি ঊষার স্বপ্ন ছোঁয়ায়

জ্বেলেছি আশার দিপালী

দারিদ্র্যের সাথে আপসে করেছি মিতালী।

 

ফসল কাটার গানে গানে

কৃষকের মুখে ম্লান হাসিতে

সমৃদ্ধির দীর্ঘলালিত স্বপ্ন

দুঃস্বপ্নের আবেশে ছিল বিপন্ন,

প্রগতির প্রবাহে আসেনি জোয়ার

হাজার বছরের কাঙ্খিত অবতার।

 

সাম্প্রদায়িক হীনমন্যতার বিষবৃক্ষটি

ছড়িয়ে দিলো তার শাখা প্রশাখা

অসাম্প্রদায়িক চেতনার দীপ নিভু নিভু

ভিনদেশিদের আস্ফালনে স্বদেশের মাটিতে

জাগরণের স্বতঃস্ফূর্ত উর্মি শতদল

আছড়িয়ে পড়েনি মুক্তির সৈকতে।

 

ভূখণ্ডের ছিল একটি সুন্দর নাম

নিজ ঠিকানায় বিজাতীয় পরিচয়

আমি ছিলাম নাম হারা সত্তা বিহীন

ছিল না এই লাল-সবুজের পতাকা

আমার সম্পদে ছিল না আমার অধিকার

শোষণের নিষ্পেষণে ছিল বঞ্চিতের হাহাকার।

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com