করোনা দেখাচ্ছে উদ্যোক্তা হবার স্বপ্ন

প্রকাশের সময় : 2021-05-05 14:43:18 | প্রকাশক : Administration
করোনা দেখাচ্ছে উদ্যোক্তা হবার স্বপ্ন

শাওন শেখ শুভ: বৈশ্বিক মহামারি করোনায় থমকে গেছে বিশ্ব, অর্থনৈতিক ব্যবস্থাও ভঙ্কুর। দেশে করোনার প্রকোপ ছড়িয়ে পড়ায় গত বছরের মার্চ থেকে বন্ধ রয়েছে সব শিক্ষাপ্রতিষ্ঠান। বসে বসে অলস সময় পার করতে হচ্ছে লাখো শিক্ষার্থীকে। তবে এ সময়েও বাংলাদেশসহ সারা পৃথিবীতেই সামাজিক উদ্যোগের ক্ষেত্রে এক নতুন ধারা সূচিত হয়েছে।

বিশেষত তরুণ-তরুনীরা এ সময় এগিয়ে এসেছেন নানামুখী সৃজনশীল কর্মে। সেই সঙ্গে উদ্যোগী তরুণ-তরুণীদের প্রতিনিধিত্ব করছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারজানা ইসলাম নালিফা ও ফারহান সাদী। ফারজানা ইসলাম নালিফা, এগ্রোটেকনোলজি ডিসিপ্লি−নের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। করোনার সময়টায় নিজেকে গতিশীল রাখা ও মানুষের জন্য কিছু করার উদ্দেশ্য নিয়ে মাত্র ৮হাজার টাকা মূলধন দিয়ে শুরু করেন এক ভিন্নধর্মী অনলাইন ব্যবসা।

ছোটবেলা থেকে প্লান্ট ও ভেষজ নিয়ে কিছু করার ইচ্ছে ছিলো। তাই ২ জুলাই অর্গানিক মার্ট নামক এক ফেসবুক পেজের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন। অর্গানিক মার্টের উল্লে−খযোগ্য পণ্যের মধ্যে রয়েছে কাঠের ঘানিতে ভাঙানো সরিষার তেল, সুন্দরবনের খলিসা ফুলের মধু, সুন্দরবনের গরান ফুলের মধু। মশলার মধ্যে রয়েছে হলুদ গুড়া, জিরা গুড়া, মরিচ গুড়া, ধনিয়া গুড়া, পেঁয়াজ গুড়া, রসুন গুড়া ইত্যাদি।

আরো রয়েছে কালোজিরা, মৌরি, আমলকী গুড়া, হরিতকি গুড়া, ত্রিফলা গুড়া, শিমুল মুল গুড়া, চিরতা, অনন্ত মূল গুড়া, তালমূল গুড়াসহ রয়েছে বিভিন্ন ধরনের ভেষজ পন্য। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের উদ্ভিদ। তেমনি ত্বক ও চুলের যতেœও আছে বিভিন্ন ধরনের ভেষজ উপাদান। প্রত্যেকটি পন্যের চাহিদা রয়েছে। প্রচুর অর্ডার আসছে। এমনকি খুলনার বাইরে থেকেও নিয়মিত অর্ডার পাচ্ছেন। ভবিষ্যতে ব্যবসার পরিধি বাড়ানোর পাশাপাশি কিছু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চান তিনি।

অন্যদিকে ফার্মাসি ডিসিপ্লি−নের শিক্ষার্থী ফারহান সাদীর উদ্যোক্তা হবার গল্পটা ভিন্ন ধরনের। ব্যাগ, ফেইরি লাইট, ক্যাপসুল ছাতা নিয়ে মাত্র ৪ হাজার টাকা বিনিয়োগ করে অনেকটা শখের বশে অনলাইন ব্যবসা শুরু করেন। কিন্তু বর্তমানে এর চাহিদা দেখে ব্যবসায়ের পরিধি বৃদ্ধি করে স্থায়ী হবার স্বপ্ন দেখছেন তিনি।

প্রতিমাসে প্রায় ১০ হাজার টাকা আয় হচ্ছে তার। যে আয়ের একটা অংশ খরচ হয় স্থানীয় সুবিধাবঞ্চিত শিশুদের কল্যানে। এই উদ্যোক্তারা বিশ্বাস করেন আত্মনির্ভরশীলতার জন্য উদ্যোক্তা হওয়ার কোনো বিকল্প নেই। এরা সফল হলে আরো অনেক তরুণ শিক্ষার্থী উদ্যোক্তা হবার স্বপ্ন দেখবে। যা বাংলাদেশের প্রেক্ষাপটে চাকরির পেছনে ছুটে চলা লক্ষহীন তরুণদের কিছুটা হলেও স্বস্তি দেবে।

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com