মাত্র ১ ইউরোতে বাড়ি মিলছে!
প্রকাশের সময় : 2021-05-26 16:00:31 | প্রকাশক : Administration
দীর্ঘমেয়াদে এখানে থাকা আসলেই কষ্টকর। কারণ জমানো অর্থ এখানে এনে খরচ করতে থাকলে তা একদিন শেষ হবেই।
এই এলাকাতে ভালো কোনো উপার্জনের ব্যবস্থা নেই। তাই পরিবারের সদস্যদের নিয়ে একটানা অনেকদিন এখানে থাকতে চায় না কেউ। অনেকে বাড়ি বিক্রি করে আবার অনেকে স্রেফ ফেলে রেখে চলে গেছে যেসব শহরে লোকজন বেশি আছে এবং ভালো উপার্জনের ব্যবস্থা আছে।
এখানে যেসব বাড়ি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত থাকার কারণে বসবাসের অযোগ্য হয়ে গেছে সেগুলোই ১ ইউরোতে দেয়া হচ্ছে। এগুলো সংস্কার করতে এর ক্রেতাকে আরও অনেক অর্থ খরচ করতে হবে। তাই আগ্রহ দেখাচ্ছে না বেশিরভাগ লোক। - সূত্র: অনলাইন