জোকস্

প্রকাশের সময় : 2021-05-26 16:06:52 | প্রকাশক : Administration
জোকস্

জোকস্

সংগ্রহে: ফেরদৌস আলম

 

ঘাস কাটতে নারিকেল গাছের মাথায়:

 

মালিক: এই বল্টু, তুই আমার নারিকেল গাছে কেন?

বল্টু: গরুর জন্য ঘাস কাটতে উঠেছি।

মালিক: তোর কি মাথা খারাপ, নারিকেল গাছে ঘাস পাবি কই?

বল্টু: ঘাস পাইনি, তাই তো নামছি।

পরদিন আবারও বল্টু গেল চুরি করতে। আবারও মালিক দেখে ফেলল-

মালিক: তুই আবার গাছে উঠেছিস কেন?

বল্টু: না, কাল ঘাস কাটার কাচিটা ফেলে গেছিলাম।

 

স্ত্রীর জন্য স্বপ্নের গাড়ি কিনলেন স্বামী:

 

রাতে খাওয়া-দাওয়ার পর স্বামী-স্ত্রীর মধ্যে কথা হচ্ছে

স্বামী: ওগো শুনছো, সেই ১৯৭৯ সাল থেকে টাকা জমানো শুরু করার পর অবশেষে আজ স্বপ্নের গাড়িটা কেনার মতো টাকা আমার হয়েছে।

স্ত্রী: সত্যি? কী গাড়ি? ২০১০ মডেলের টয়োটা?

স্বামী: না! একটা ১৯৭৯ মডেলের মিৎসুবিশি!

 

টিকটিকি কেন কুমির হতে পারেনি?

 

১ম টিকটিকি: ধুর, আজকে হঠাৎ বাপ-মার উপর চরম জিদ উঠছে।

২য় টিকটিকি: কেন বন্ধু? হঠাৎ বাপ-মার উপরজিদ কেন?

১ম টিকটিকি: আরে আজকে টিভিতে শিশুদের বেড়ে ওঠার অ্যাড দেখলাম।

২য় টিকটিকি: তো?

১ম টিকটিকি: ছোটবেলায় বাপ-মা যদি নিয়ম কইরা বেড়ে ওঠার ওইসব খাওয়াইতো, তাইলে  কি হইতো বুঝোস নাই?

২য় টিকটিকি: না তো। কি হইতো?

১ম টিকটিকি: আরে ব্যাটা, আমরা তাইলে টিকটিকি না হইয়া কুমির হইতাম!

 

 

বখাটে ছেলে:

 

এক তরুণী চাকরিজীবী, রোজ অফিসে বেশ দেরি করে আসেন। অফিসের বস, এই ঘটনা জেনে অনেকবার ওই তরুণীকে শাসিয়েছেন। অথচ, আজও সে দু’ঘণ্টা দেরি করে অফিসে এসেছে!

বস: আচ্ছা, আজও দেরি হল কেন?

তরুণী: কি করব স্যার, রাস্তায় এক বখাটে ছেলে পিছু নিয়েছিল!

বস: বলো কি! তাহলে তো দ্রুত হেঁটে আরও এক ঘণ্টা আগে অফিসে পৌঁছানোর কথা, দেরি হল কেন?

তরুণী: স্যার ছেলেটা এত আস্তে হাঁটে যে...!

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com