বেরিয়ে এল ৭০ বছর আগে হারিয়ে যাওয়া গ্রাম

প্রকাশের সময় : 2021-06-24 11:49:30 | প্রকাশক : Administration
বেরিয়ে এল ৭০ বছর আগে হারিয়ে যাওয়া গ্রাম

৭০ বছর পর হ্রদের তলা থেকে জেগে উঠল আস্ত একটি গ্রাম। তা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গেছে ইতালির টাইরোলে স্থানীয়দের মধ্যে। নেটমাধ্যমেও বিষয়টি ছড়িয়ে পড়ে। অনেকে গ্রামটির ছবিও শেয়ার করেছেন।

জানা গেছে, রেসচেন পাসের কাছেই রয়েছে লেক রেসিয়া। হ্রদ থেকে পানি বের করা হচ্ছিল সেখানে। তখনই স্থানীয়দের চোখে পড়ে হ্রদের নিচে ডুবে থাকা গ্রামটি। গ্রামটির নাম কিউরন। প্রায় একশো পরিবারের বাস ছিল এই গ্রামে।

১৯৫০ সালে একটি জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করার সময় বন্যায় গ্রামটি পানিতে তলিয়ে গিয়েছিল। পাশাপাশি দুটো হ্রদকে একসঙ্গে জুড়ে দেওয়ার ফলে কিউরন গ্রামটি পানিতে তলিয়ে যায়। এই গ্রামের বাসিন্দারা গ্রাম ছেড়ে তখন অন্যত্র চলে যান। সেই থেকে গ্রামটি হ্রদের নিচে সবার অগোচরে ছিল। - সূত্র: অনলাইন

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com