বীর মুক্তিযোদ্ধা মোঃ আখতার হোসেন মন্ডল
একই বাড়ি একই ঘর
একই আঙিনায়
জনম জনম বসত করি
তবুও দেখি নাই
কিসের দেয়াল দিলে মাবুদ
কিসের অন্তরায়।।
আসমান আর জমিন জুড়ে
তোমার সিংহাসন
মোমেন বান্দার কলবে আবার
পেতেছো আসন
আদমের সুরত নিয়ে
এলে দুনিয়ায়।।
খাঁটি বান্দা প্রেমিক জন
যে তোমার পাগল
দুইয়ে মিলে এক হও
পাগলের পাগল।।
তুমি আমি এত কাছের
এতো যে আপন
প্রাণে প্রাণে মাখামাখি
তবুও যে গোপন
আমার ইচ্ছে দেখি তোমায়
অন্তরের আয়নায়।।