একটা তারা

প্রকাশের সময় : 2021-07-19 10:12:19 | প্রকাশক : Administration
একটা তারা

একটা তারা

তাসলিমা রফিক

 

একটা তারা দেখবো বলে আকাশের গায়

রোজ রাতে চেয়ে থাকি দূর নীলিমায়

যখনি দেখি সেজে আছে তারা ঝলমলিয়ে

দু-হাত বাড়িয়ে ডাকি কাছে আয় কাছে আয়

দু-জনেই মনে মনে কাছাকাছি খুব

লজ্জায় রাত দেয় আঁধারেতে ডুব।

এ ভাবেই ভাব হয় তারার বুকে

নিশিরাত জেগে থাকি দেখার সুখে

পৃথিবীও উন্মাদ ভালোবাসাতেই

প্রেমের গভীরতা জমে তারার সাথেই।

হঠাৎ করে এক বৈশাখী ঝড় এলো

কালো মেঘ তারাটাকে ডেকে দিলো

আমিও আঁধারে একা বুকে ব্যথার পাহাড়

কখন থামবে ঝড় তারা জ্বলবে আবার

রিমঝিম সুরে শ্রাবণের বৃষ্টি এলো

ভিজে গেলো ভালোবাসা আর তারাটাও।

এমনি করেই রোজ রাত যায় কেটে যায়

তারাটা যে হারিয়ে যায় ভোরের স্নিগ্ধ ছোঁয়ায়

কখন সন্ধ্যা হবে থাকি সেই আশায়

দেখবো আবার তারা চুপিচুপি নিরালায়।

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com