উন্নয়ন প্রকল্পে বদলে যাচ্ছে কক্সবাজার

প্রকাশের সময় : 2021-08-25 15:55:11 | প্রকাশক : Administration
উন্নয়ন প্রকল্পে বদলে যাচ্ছে কক্সবাজার

আছুবুল ইসলাম: স্বাধীনতা-পরবর্তী সময় থেকে অবকাঠামোগত উন্নয়নে পিছিয়ে পড়া কক্সবাজার পাল্টে যাচ্ছে দ্রুত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দৃষ্টিতে কক্সবাজারকে ঘিরে নেওয়া হয়েছে ২৫টি মেগা প্রকল্পসহ ৭৭টি উন্নয়ন প্রকল্প। এসব প্রকল্পের মধ্য দিয়ে কক্সবাজারকে দেশের অর্থনৈতিক অঞ্চল হতে নতুন করে স্বপ্ন দেখাচ্ছে। দ্রুত এগিয়ে চলা এসব প্রকল্প বাস্তবায়িত হলে কক্সবাজার হবে একটি উন্নত ও পরিপূর্ণ পর্যটন নগর। আর উন্নয়ন প্রকল্পে জমি অধিগ্রহণে ক্ষতিপূরণের চেক হস্তান্তরে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

জেলা প্রশাসনের দেওয়া তথ্যমতে, স্বাধীনতা- পরবর্তী সময় থেকে অবকাঠামোগত উন্নয়নে পিছিয়ে পড়া কক্সবাজারকেই উন্নয়নের ক্ষেত্রে বেশি প্রাধান্য দিচ্ছে বর্তমান সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দৃষ্টিতে কক্সবাজারকে উন্নয়নের ক্ষেত্র হিসেবে বেছে নেওয়া হয়েছে। ২০০৮ সালের শেষের দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠনের পর থেকেই কক্সবাজারে ধারাবাহিক উন্নয়নের ছোঁয়া লাগে। এসব প্রল্পের মধ্য দিয়ে কক্সবাজারকে দেশের অর্থনৈতিক অঞ্চল হিসেবে নতুন করে স্বপ্ন দেখাচ্ছে।

কক্সবাজারে নেওয়া হয়েছে ২৫টি মেগা প্রকল্পসহ ৭৭টি উন্নয়ন প্রকল্প। এসব প্রকল্পে ৩ লাখ কোটি টাকার বেশি বিনিয়োগ করা হচ্ছে। ৭৭টি প্রকল্পে অধিগ্রহণ করা হয়েছে প্রায় ১৪ হাজার একর জমি। আর জমি অধিগ্রহণে ক্ষতিপূরণ ধরা হয়েছে ৫ হাজার ৬৯৪ কোটি ৬১ লাখ ৪৭ হাজার ৯৮৩ টাকা। এর মধ্যে ৩ হাজার ৬১০ কোটি ৪৮ লাখ ৫০ হাজার ৪৬৩ টাকার চেক ক্ষতিগ্রস্তদের কাছে প্রদান করা হয়েছে। জমি অধিগ্রহণে ক্ষতিপূরণের চেক হস্তান্তরে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। জমির মালিকদের অত্যন্ত স্বচ্ছতার মধ্য দিয়ে ক্ষতিপূরণের টাকার চেক প্রদান করা হচ্ছে। এমনকি এলাকায় সরেজমিন গিয়েও চেক প্রদান করা হচ্ছে জমির মালিকদের। কোনো হয়রানি ছাড়া ক্ষতিপূরণের টাকার চেক পেয়ে খুশি জমির মালিকরা।

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বলেন, ‘প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পসহ জেলায় ৭৭টি উন্নয়ন প্রকল্পের কাজ চলমান রয়েছে। এসব উন্নয়ন প্রকল্পের অধিগ্রহণকৃত জমির মালিকদের অত্যন্ত স্বচ্ছতার মধ্য দিয়ে ক্ষতিপূরণের টাকার চেক প্রদান করা হচ্ছে। এমনকি জমির মালিকদের এলাকায় সরেজমিন গিয়েও চেক প্রদান করে আসছি।

কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন বলেন, ‘আমরা সব সময় বিশ্বাস করি, জনগণকে প্রকৃত সেবা দেওয়ার প্রক্রিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় জেলায় যেসব উন্নয়ন প্রকল্পের অধিগ্রহণ কাজ চলছে, তা আরও জনমুখী করা, স্বচ্ছতার সঙ্গে, দুর্নীতি ও হয়রানিমুক্তভাবে ক্ষতিপূরণ প্রদানে কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই জমির মালিকরা নিজে আবেদন করে ক্ষতিপূরণের চেক গ্রহণ করেন।’

চলমান ৭৭টি উন্নয়ন প্রকল্পের মধ্য দিয়ে দেশের অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে উঠবে কক্সবাজার। দ্রুত এগিয়ে চলা এসব প্রকল্প বাস্তবায়িত হলে কক্সবাজার হবে একটি উন্নত ও পরিপূর্ণ পর্যটন নগর- এমনটাই স্বপ্ন দেখছেন কক্সবাজারবাসী।

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com