প্রসঙ্গ ই-কমার্স এবং আমজনতাকে দোষারোপ

প্রকাশের সময় : 2021-09-08 11:38:02 | প্রকাশক : Administration
প্রসঙ্গ ই-কমার্স এবং আমজনতাকে দোষারোপ

আরিফ জেবতিক: সহজ হচ্ছে আমজনতাকে দোষারোপ করা। তারা লোভী, অলস, বেকুব! মানলাম। কিন্তু যমুনা গ্রুপ ইভ্যালিতে বিনিয়োগ করছে বলে খবর বেরিয়েছে ঠিক ১ মাস আগে। একটাকা দুইটাকা নয়, ১ হাজার কোটি টাকা বিনিয়োগ হবে বলে রীতিমতো প্রেসবিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে ই-ভ্যালি। এই ১ মাসের মধ্যে যমুনা গ্রুপ কিন্তু এই খবরের কোনো প্রতিবাদ করেনি, কোথাও বলেনি যে এরকম কোনো সিদ্ধান্ত হয়নি, আমরা আগে যাচাই-বাছাই করে তারপর সিদ্ধান্ত জানাব। সাধারণত মূল্য সংবেদনশীল তথ্য যা মার্কেটকে প্রভাবিত করতে পারে, সেরকম খবর পুরো সিদ্ধান্ত নেওয়ার পরে জানানো হয়। যখন ডিলটা ফাইনাল হয়ে যায়, দুই পক্ষ চুক্তি স্বাক্ষর করে-তখনই সেটা মিডিয়াতে দেওয়া হয়। তা না হলে আগাম ধারণা নিয়ে কেউ সিদ্ধান্ত নিয়ে ভুল করতে পারে। এখানেও তাই হয়েছে।

যমুনা গ্রুপ পুরো একমাস মুখে কলা পুরে বসে ছিলো, এর মাঝে কতো টি-টুয়েন্টি, ফোর টুয়েন্টি অফারের সাইক্লোন-তুফান চলে গেছে, আমার জানা নেই। তবে এই সময়ে যেসব গ্রাহক নতুন করে ই-ভ্যালিতে টাকা ঢুকিয়েছেন তাদের মনে নিশ্চয়ই যমুনা গ্রুপের বিনিয়োগের খবর একটি আস্থার পরিবেশ তৈরি করেছিলো। ঠিক একমাস পরে এসে যমুনা গ্রুপ বলছে, ‘অডিট করার পর সিদ্ধান্ত নেবে’। এই কথা তারা পরদিনই কেন বললেন না? কারণ হয়তো এই সময়ে তোলা টাকা থেকে একটা বড় অংশ তারা তাদের বকেয়া হিসেবে উদ্ধার করে ফেলেছে। এই দায় আরও বড় বড় কর্পোরেটরা এড়াতে পারে না। যখন দেখেছে যে ৫০ হাজার টাকার টেলিভিশন নিয়ে তার অনলাইন ডিলার ই-ভ্যালি সেটা ২০ হাজার টাকায় বিক্রি করছে, তখন এদের অধিকাংশই ভুরু কুচকায়নি, বরং স্থানীয় ডিলারদের বারোটা বাজিয়ে সব মালামাল ই-ভ্যালিতে ঢুকিয়েছে। মাশরাফির মতো দেশের একজন বিশাল স্টার প্লেয়ার কাম সংসদ সদস্য এসে ভুঁইফোড় ই-অরেঞ্জের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সেজেছেন।

এখন মুখ চুন করে বলছেন, ‘আমি তো কিছুই জানি না!’ আপনি কোকাকোলা-পেপসির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারেন হুট করে, কিন্তু কেরানিগঞ্জ সালসা নামে একটা ড্রিংক বাজারে এসে আপনাকে অফার করলেই আপনি রাজি হয়ে যাবেন? এই কেরানিগঞ্জ সালসা নামে লোকজনকে তারা কি খাওয়াচ্ছে একটু যাচাই-বাছাই করবেন না? সরকার গত ৩ বছর এসব ই-কমার্সকে ডেকে বলেনি, ‘ভাই, বেশি দামে কিনে কম দামে কীভাবে বিক্রি করছিস একটু বুঝিয়ে দিয়ে যা। তোর বিজনেস মডেলটা একটু বুঝি!’ এভাবে সবাই মিলে চোখ বন্ধ রেখে অথবা নানান ধরণের সুবিধা নিয়ে নিয়ে এমন এক পরিস্থিতি তৈরি করেছেন সেখানে যদি লস হয় তাহলে আমজনতারই হবে। তারা লোভী, তারা অলস, তারা হুজুগে! আর সেই আমজনতাকে যে এখানে ডেকে নিয়ে এলেন, তাদের যে রক্ষা করতে সময় মতো ব্যবস্থা নিলেন না, তারা কারা? তারা গ্রেট বাটপার । লেখক:অনলাইন অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com