জোকস্

প্রকাশের সময় : 2021-09-27 16:22:30 | প্রকাশক : Administration
জোকস্

জোকস্

সংগ্রহে: ফেরদৌস আলম

 

গান শুনেই টিভি বন্ধ:

গান গেয়ে পলির প্রতি ভালোবাসা প্রকাশ করল অলিল। তারপর গদগদ স্বরে বলল

অলিল: প্রিয়তমা, কেমন গাইলাম বলো তো?

পলি: তোমার তো টেলিভিশনে গান গাওয়া উচিত।

অলিল: সত্যি?

পলি: হ্যাঁ। সে ক্ষেত্রে আমি অন্তত টিভিটা বন্ধ করে দিতে পারব।

 

জেলখানা থেকে পালিয়েছে জেব্রা:

জীবনে প্রথম জেব্রাকে দেখে এক ঘোড়া প্রশ্ন করল আরেক ঘোড়াকে-

প্রথম ঘোড়া: ওটা আবার কে?

দ্বিতীয় ঘোড়া: ওটাও ঘোড়া। জেলখানায় ছিল নিশ্চয়ই। মনে হয় পালিয়েছে, তবে পোশাক পাল্টানোর সময় পায়নি এখনো।

 

কুকুরের কাজ ঘেউ ঘেউ করা:

রাতের অন্ধকারে কী একটা শব্দ শুনে সিকিউরিটি গার্ড তার কুকুরকে বললেন

গার্ড: যাও তো, গিয়ে দেখে এসো, কি হচ্ছে ওখানে।

কুকুর: গরজ থাকলে নিজেই যান, বস। আমার কাজ তো ঘেউ ঘেউ করা। সেটা আমি এখান থেকেই করতে পারব।

 

মৌচাকে মৌমাছির বদলে মশা:

ছেলে: জানো মা, মৌচাকে মৌমাছির বদলে মশা থাকলে কি হতো?

মা: কী হতো?

ছেলে: প্রতি সিজনে কয়েক লিটার করে রক্ত সংগ্রহ করা যেত।

 

ইঁদুরের ফুটবল খেলা:

একদিন সফর খান এক ডাক্তারের কাছে গেছেন

সফর: আমি প্রতি রাতে ঘুমের মধ্যে স্বপ্নে ইঁদুরের ফুটবল খেলা দেখি।

ডাক্তার: এই ওষুধটা নিন। ঠিক হয়ে যাবে।

সফর: কালকে নিতে পারি?

ডাক্তার: কেন? আজ নিলে সমস্যা কি?

সফর: না, বলছিলাম আজ আবার ফাইনাল খেলা কি-না!

 

অসম্ভব বলে কোনো শব্দ নেই:

নেপোলিয়ন একদিন আসগরকে বলছেন-

নেপোলিয়ন: আমার অভিধানে ‘অসম্ভব’ বলে কোনো শব্দ নেই।

আসগর: বারে, আপনার কেনার সময় সেটা দেখা উচিত ছিল। এখন বলে তো কোনো কাজ হবে না।

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com