হে প্রভু

প্রকাশের সময় : 2021-10-21 11:23:20 | প্রকাশক : Administration
হে প্রভু

হে প্রভু

বীর মুক্তিযোদ্ধা মোঃ আখতার হোসেন মন্ডল

 

তোমার দানের প্রাচুর্যে আর অতল মহিমায়

হে অনন্ত; পেয়েছি অস্তিত্ব তোমার দুনিয়ায়।

হে করুণাময় তুমি সর্বদর্শী তুমিই সর্বজ্ঞ

তুমি বলেছো, ‘মানুষ বড় অকৃতজ্ঞ,

দুনিয়ার জীবন খেলাধূলা আর হাসি তামাসা মাত্র’।

 

তবু অবাঞ্ছিত কত হৃদয় ধুসর পাপ সাগরে নিমজ্জিত

জীবনের খেলাঘরে প্রভুতে নেই কোন মন

আছে সদর্প অহংকার নির্লজ্জ বিচরণ,

নিয়ামতের নেই শোকর, আছে নিষিদ্ধের ভজন

তবুও না কেটে মায়ার বাধঁন করো প্রতিপালন।

 

তোমার কৃপা আর ক্ষমা আছে

বলেই আমি আছি বেঁচে,

দাপিয়ে বেড়াই তোমার জমিনে

ন্যায়-অন্যায় করি অভেদ। সর্বগ্রাসী লালসায়

ছলনার আঁধার অরণ্যে যা ইচ্ছে তাই

করে বেড়াই প্রকাশ্যে ও গোপনে।

 

তবুও তুমি করনা বঞ্চিত, কাউকে নিরাশ,

বিনাশী তার অফুরন্ত অশুভ স্বপ্ন-বিলাস,

সেজন ইবলিশের প্ররোচনায় জাগতিক মোহ-মায়ায়

নেশার বালুকা-বেলায় বিপথে সুখ খুঁজে বেড়ায়,

খুজেনা তোমায়। সত্যোপলব্ধি-শুন্য মন

বুঝেনা কে নিত্য সহায় কে তার আপন।

 

যত পায় তত চায়, লক্ষ্য স্বপ্নীল ভুবন

ভাবে এই বুঝি সুখ, এই বুঝি জীবন।

হে মহান, হে অসীম, ওগো মহীয়ান,

মিথ্যার অচলায়তনে অতৃপ্তির গহীনে শুধু পাপাচার।

আমি চাইনা এর নিষ্ঠুর প্রতিদান

কেবলই চাই, নিঃশর্ত ক্ষমা, পূর্ণ পরিত্রাণ।

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com