ঘোড়াকে পড়ানো হচ্ছে ডায়াপার

প্রকাশের সময় : 2021-11-17 15:26:03 | প্রকাশক : Administration
ঘোড়াকে পড়ানো হচ্ছে ডায়াপার

পরিবেশ পরিচ্ছন্ন রাখতে ঘোড়াকে পড়ানো হচ্ছে ডায়াপার। এমন ব্যতিক্রমী ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গের কলকাতায়। কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে অনেকেই বেড়াতে আসেন। সেই ভিক্টোরিয়ার আশেপাশের এলাকা কুইনস ওয়ে, রেড রোড এবং গড়ের মাঠ জুড়েই ঘোড়ার বিচরণভূমি। বেড়াতে এসে ঘোড়ার বর্জ্যরে কারণে অনেকেই বিব্রত হন।

বিষয়টি বিবেচনায় নিয়ে ময়দান চত্বরে যে ঘোয়ায় টানা গাড়ি চলে, সেই ঘোড়াগুলির জন্য সম্প্রতি ডায়াপারের ব্যবস্থা করল কলকাতা পুলিশ। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সঙ্গে যৌথভাবে 'ক্লিন সিটি' উদ্যোগের আওতায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

কলকাতা পুলিশ কমিশনার সৌমেন মিত্র ভিক্টোরিয়ার সামনে যত্রতত্র ঘোড়ার বিষ্ঠা পড়ে থাকতে দেখে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সঙ্গে আলোচনা করেন। বিদেশে যে সকল রাস্তায় দর্শনীয় স্থানগুলিতে ঘোড়ায় টানা গাড়ির চল রয়েছে, সেখানে এই ধরনের ডায়াপার পরানো থাকে। তা দেখেই এখানেও ঘোড়ার বিষ্ঠা থেকে দূষণ রুখতে ডায়াপার পরানোর পরিকল্পনা নেয় কলকাতা পুলিশ। - সূত্র: অনলাইন

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com