সংগ্রহে: ইসমাইল হোসেন
সব নষ্টের কারণ মোবাইলঃ
স্বামী: কতবার বলেছি রান্না করতে করতে মোবাইল দেখো না।
স্ত্রী: কেন কি হয়েছে?
স্বামী: এটা ডাল হয়েছে? না লবণ, না কোনো মশলা!
স্ত্রী: আমিও তোমাকে কতবার বলেছি যে মোবাইল দেখতে দেখতে খাবার খেয়ো না!
স্বামী: কি বলতে চাও?
স্ত্রী: ভাতে তুমি ডাল দাওনি, পানি ঢেলেছো!
গাধা পিটিয়ে মানুষঃ
একদিন কোথা থেকে একটা গাধা জোগাড় করে সেটাকে ক্লাসে নিয়ে হাজির বল্টু। দেখে তো শিক্ষকের চোখ কপালে
শিক্ষক: বল্টু, তুই এই গাধাটাকে এখানে এনেছিস কেন?
বল্টু: স্যার, আজ তো প্র্যাকটিক্যাল ক্লাস আছে।
শিক্ষক: তাতে কি?
বল্টু: আপনি তো প্রায়ই বলেন, অনেক গাধা পিটিয়ে মানুষ করেছেন, তাই আজ স্বচক্ষে দেখব বলে ঠিক করেছি।
বাইকের চাকা পাংচার হওয়ার রহস্যঃ
ক্লাসে স্যার মন্টুকে জিজ্ঞাসা করলেন
শিক্ষক: আমি তোমাকে থাপ্পর মারলাম- এর ভবিষ্যত কাল কি হবে?
মন্টু: স্যার, বিকেলে বাড়ি ফেরার সময়ে আপনার মোটরসাইকেলের চাকা পাংচার পাবেন।