চার কান নিয়ে জনপ্রিয়তার শীর্ষে বিড়াল

প্রকাশের সময় : 2021-12-29 11:00:04 | প্রকাশক : Administration
চার কান নিয়ে জনপ্রিয়তার শীর্ষে বিড়াল

দু’জোড়া কান এবং ত্রুটিপূর্ণ চোয়াল নিয়ে জন্মেছিল বিড়ালটি। বাড়তি এক জোড়া কানের কারণে দেখতে কিছুটা অদ্ভূত মিডাস নামের বিড়ালটি। তবে এই বাড়তি এক জোড়া কানই তাকে এনে দিয়েছে বাড়তি জনপ্রিয়তা

মাত্র চার মাস বয়সেই ইন্টারনেটে সাড়া ফেলে দিয়েছে মিডাস। তার রয়েছে নিজস্ব ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। সেখানে তার নিত্যদিনের কাজকর্মের ছবি আপলোড করা হয়। নেটমাধ্যমে ৭৩ হাজার ফলোয়ার আছে তার।

ইনস্টাগ্রামে মিডাসের ছবি আপলোড করার সঙ্গে সঙ্গেই লাইক এবং ভালবাসার বন্যা বয়ে যায়। মিডাসের জন্য শুভেচ্ছার ঢল নেমে আসে। চারটি কান নিয়ে জন্মে তারকা হয়ে গেছে মিডাস। মিডাসের জন্ম তুরস্কের আঙ্কারাতে। আরও চার ভাইবোন রয়েছে তার। তবে বেশিদিন ভাইবোনেদের সঙ্গে রাস্তায় পড়ে থাকতে হয়নি তাকে।

আঙ্কারারই একটি পরিবার এই অদ্ভুতদর্শন বিড়ালটিকে দত্তক নিয়ে নেয়। সাধ করে তার নাম রাখে মিডাস। গ্রিক পুরাণ অনুযায়ী মিডাস এক রাজার নাম, যার স্পর্শে সব কিছুই সোনায় পরিণত হত। সেই থেকেই বিড়ালছানার এমন নামকরণ করে ওই পরিবার। ওই পরিবারের মনে হয়েছিল, তার এই অদ্ভুত রূপের জন্যই হয়তো তাকে ভুগতে

হবে। তাকে কেউই ভালবাসবে না, কেউ তাকে আশ্রয় দিতে চাইবে না।

আগে থেকেই তাদের বাড়িতে দু’টি কুকুর রয়েছে। মিডাসের সঙ্গে তাদের বেশ ভাব।

মিডাসের এই রূপ তার স্বাস্থ্যে কোনো খারাপ প্রভাব ফেলে না বলে জানিয়েছেন প্রাণী বিশেষজ্ঞেরা। ঠিকমতো শুনতেও পায় সে। তাদের মতে, এটি এক ধরনের জিনগত ত্র“টি।

মিডাসের শারীরিক পরীক্ষা করার পর বিশেষজ্ঞেরা জানান, অনেকের ধারণা মিডাস বুঝি অন্যদের তুলনায় বেশি শুনতে পায়। কিন্তু কান পরীক্ষা করে দেখা গেছে বাইরে থেকে দেখে চারটি কানযুক্ত বিড়াল মনে হলেও প্রকৃতপক্ষে তা দুটি কানেরই কাজ করে। কারণ মিডাসের কানের পাতাগুলো ভেতরে শ্রবণযন্ত্রের সঙ্গেই যুক্ত। - সূত্র: অনলাইন

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৯১২৫২২০১৭, ৮৮০-২-৭৯১২৯২১
Email: simecnews@gmail.com