*** কাটে না সময় ***

প্রকাশের সময় : 2021-12-29 11:10:23 | প্রকাশক : Administration
*** কাটে না সময় ***

*** কাটে না সময় ***

ইঞ্জিঃ সরদার মোঃ শাহীন

 

দিনগুলি মোর তেমন করে ফিরলো না,

সোনার খাঁচায় দিনগুলো আর ভিড়লো না!

পাথর সময়, কঠিন সময় হচ্ছে না আর শেষ,

হয়নি আজো বলার কথা, সময় এখন বেশ!

 

কষ্টে ভরা সময়গুলো, কষ্টমাখা রেশ

কষ্টে আছে মানবজাতি, কষ্টে আমার দেশ!

কষ্টে আমার শোনিম শাহীন দুঃখমাখা মুখ,

ঐ মুখেতেই লুকিয়ে আছে আমার যত সুখ!

 

ঐ হাসিতে মুক্তা ঝড়ে উছলে পড়ে আলো,

অমোঘ নিশির আঁধার কাটে, কাটে মনের কালো!

হারিয়ে যায় ঘোর অমাবস্যা, ঝরিয়ে পড়ে দুঃখ

দৌঁড়ে এসে জড়িয়ে ধরি, লাগাই বুকে বুক!

 

প্রশংসা সব আল্লাহ পাকের, আল্লাহ মেহেরবান

বুকের মানিক বুকে পেলেই ঘোঁচে অভিমান!

মুচকী হেসে মুখ ঘুরিয়ে আলতো লাগায় চুম,

বাবা আমি এই কারণেই ঘুমাই শান্তির ঘুম!

 

খাওয়া দাওয়ায় দিন ফিরেছে শরীর স্বাস্থে কেয়ার,

ফ্যাশন বাবু ফ্যাশন করে নিয়ে লম্বা হেয়ার!

চাওয়ার তেমন নেইতো কিছু, নাইতো কিছু দেয়ার,

এক চাওয়াতেই বদলে গেল পড়তে বসার চেয়ার!

 

কর্ম জীবন শুরু হলো প্রশিক্ষণের নামে

বিকেল হলেই সোনা আমার নামে তাহার কামে!

ডেস্ক টেবিলে ঘুরে ঘুরে চা নাস্তার কাজ,

গর্ব করে কর্ম করে, নেইকো তাতে লাজ!

 

মাসের শেষে হিসেব কষে মেলে উপার্জন,

গুনে গুনে মিলিয়ে দেখে অর্জিত সব ধন!

কোথায় যাবে, কোথায় খাবে; সংগী হবে কারা?

অবশেষে সংগী হলো, সংগে ছিল যারা!

 

এবার শুরু সুরের গুরু, কীবোর্ড বাজা শেখায়

সময় পেলে গানের তালে সুরের বাজনা বাজায়!

অনলাইন আর চ্যাটিং রুমে চ্যাটিং সারাক্ষণ

বন্ধুবিহীন কঠিন সময়, মানে না যে মন!

 

মনে তাহার বড়ই চাওয়া, রিসার্চ প্রিয় হবে

দেশ বিদেশের নানান কর্মে রিসার্চ কিন্তু রবে!

আইটি নিয়ে করছে খেলা, প্রোগামিং এর শুরু

সিমেক গ্র“পের প্রোগ্রামাররা সবাই তাহার গুরু!

 

রিসোর্টে যায় সুইমিং করে, রেস্টুরেন্ট এ খায়

হাপুশ হুপুশ সাবার করে সামনে যা সব পায়!

শাসিমি আর শুসী পেলে সবার আগে শেষ,

বাংলাদেশের পরে সোনার জাপান সেরা দেশ!

 

বরফ ঢাকা শীতে ঝাকা কানাডা হলেও চলে

মাঝে মধ্যে মনের কথা আব্বুর কানে বলে!

করোনা ব্যাটা দিনের কলেজ রাতে করে দিলো

অনেক মাসেও ঐ কানাডায় আর না ফিরা হলো!

 

দেশে বসেই কোরআন শেখে ঘড়ির কাটা ধরে,

শুদ্ধ চর্চা, সঠিক নিয়ম সবই রুটিন করে!

হাতজোড় করে মোনাজাত ধরে, খোদার কৃপা মাগি

রহমত করো ওগো দয়াময়, আমারও শোনিম লাগি!

 

আলোহীন ঘরে আলোকিত করে শোনিম এসেছে যেদিন

স্বর্গীয় সুখ দুয়ারে দাঁড়িয়ে মোদের ডেকেছে সেদিন!

দিনে দিনে দিন ফুরালো, সময় এখন গোণার

জন্মদিনে সতের বছর, আমার শোনিম সোনার!!

 

২৫শে ডিসেম্বর ২০২১

 

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com