কার্জন হলে ‘জীবনবৃক্ষ’

প্রকাশের সময় : 2021-12-29 11:41:57 | প্রকাশক : Administration
কার্জন হলে ‘জীবনবৃক্ষ’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে উদ্ভিদবিজ্ঞান বিভাগের বাগানে লাগানো বাওবাব গাছ। যা মাংকি ব্রেড ট্রি নামেও পরিচিত। আফ্রিকার লোককথা অনুসারে বাওবাব গাছে বাস করেন ঈশ্বর। তাই এই গাছের নিচে দাঁড়িয়ে কেউ কিছু চাইলে ঈশ্বর তাঁর মনোবাঞ্ছা পূরণ করেন।

আবার গাছটির পানি ধারণক্ষমতা অসাধারণ। এর পাতা থেকে শুরু করে ফুলবাকল সবই কাজে লাগে। এ কারণে ঊষর মরুর বাসিন্দাদের কাছে এর পরিচিতি ‘জীবনবৃক্ষ’। এদিকে গাছটির ফল বানরের অত্যধিক প্রিয় বলে এর আরেক নাম ‘মাঙ্কি ব্রেড ট্রি’। পৃথিবীর বুকে হাজার বছর বেঁচে থাকতে সক্ষম আফ্রিকার এই বাওবাব গাছের দেখা মিলবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে।

সেখানে উদ্ভিদবিজ্ঞান বিভাগের বাগানে একমাত্র বাওবাব গাছটি লাগানো হয়েছিল বছর সাতেক আগে। এর মধ্যে গাছটি অনেকখানি বেড়ে উঠেছে। ছাতার মতন ছড়িয়ে পড়েছে এর সুবিন্যস্ত ডালপালা। পৃথিবীতে টিকে থাকা কিছু বাওবাব গাছের বয়স হাজার বছরের বেশি। আফ্রিকা থেকে এক ব্যক্তি এই গাছের বীজ বাংলাদেশে এনেছিলেন। পরে চারা তৈরি করে তিনি এটা উদ্ভিববিজ্ঞান বিভাগকে উপহার দেন। গাছটি ঠিকঠাক বেড়ে উঠলেও এখন পর্যন্ত ফুল আসেনি।

এই মহাবৃক্ষের আদি নিবাস আফ্রিকা। ফরাসি প্রকৃতিবিদ ও পর্যটক মাইকেল এডানসনের সম্মানে এই গাছটির নাম রাখা হয়েছে অফধহংড়হরধ। এর ছয় প্রজাতির বেশির ভাগের দেখা মেলে আফ্রিকার মাদাগাস্কারে। এর বাইরে জাম্বিয়া, নামিবিয়া, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, বতসোয়ানাসহ আফ্রিকার মূল ভূখণ্ডের বিভিন্ন অঞ্চল ও অস্ট্রেলিয়ায় বাওবাব জন্মে। এশিয়ার ওমান ও ইয়েমেন অঞ্চলেও গাছটি দেখা যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাগানো গাছটি অফধহংড়হরধ ফরমরঃধঃধ প্রজাতির।

বাওবাব গাছ ৫ থেকে ৩০ মিটার পর্যন্ত লম্বা হতে পারে। এর কাণ্ড ১১ মিটার পর্যন্ত দীর্ঘ হয়। দক্ষিণ আফ্রিকার লিম্পোপো প্রদেশের সানল্যান্ড নামের খামারে টিকে থাকা একটা বাওবাব গাছের ৪৭ মিটার পরিধি ও ২২ মিটার উচ্চতা রেকর্ড করা হয়েছে। বাওবাবের কাণ্ড প্রকাণ্ড মোটা এবং ফাঁপা হয়। কোনো কোনো গাছ তার কাণ্ডের ভেতর এক লাখ লিটার পানিও ধরে রাখতে পারে।

বাওবাবের ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও ক্যালসিয়াম আছে। এটা তুলাজাতীয় উদ্ভিদ। ফুল দেখতেও তুলার ফুলের মতো। তবে তা উল্টো হয়ে ঝুলে থাকে। আফ্রিকার মূল ভূখণ্ডের বিভিন্ন অঞ্চলে এই গাছের পাতা সবজি হিসেবে ব্যবহৃত হয়। শুকনো ফলের পাল্প দুধের সঙ্গে মিশিয়ে অথবা সরাসরি খাওয়া যায়। এ ছাড়া গাছের বাকল ব্যবহৃত হয় সুতা তৈরির কাজে। - সূত্র: অনলাইন

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com