মাস তিনেকের মধ্যে বিদায় নিতে পারে মহামারী!

প্রকাশের সময় : 2022-01-12 15:58:20 | প্রকাশক : Administration
মাস তিনেকের মধ্যে বিদায় নিতে পারে মহামারী!

রাশিদুল ইসলাম: ওমিক্রন বাড়ার গ্রাফ অত্যন্ত চড়া। লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ হু ইতিমধ্যেই বলে দিয়েছে, সুনামির মতো আছড়ে পড়বে সংক্রমণের ঢেউ। তবে এই সংকটকেই ‘শাপে বর’ বলে মনে করেছেন বিশেষজ্ঞরা। মনে করেছেন মাস তিনেকের মধ্যে বিদায় নিতে পারে মহামারী। দি ওয়াল

গবেষক-চিকিৎসকরা এর আগেও বলেছেন, করোনাভাইরাসের এই নতুন স্ট্রেন ওমিক্রনের আক্রমণে উপসর্গ অত্যন্ত মৃদু। এই অবস্থায় এটির সংক্রমণ যত ছড়াবে, ততই স্বাভাবিক ভাবে অ্যান্টিবডি তৈরি হবে শরীরে। কোভিড মহামারীর ভয়াবহ চিত্রটি আস্তে আস্তে ফিকে হবে। সংক্রামক রোগ বিশেষজ্ঞরা বলছেন, কেউ ওমিক্রনের শিকার হলে করোনার বিরুদ্ধে প্রাকৃতিক ইমিউনিটি পেয়ে যাবেন। সেটা যত বেশি হবে, তত শক্তপোক্ত হবে রক্ষাকবচ।

ইসরায়েলি চিকিৎসক-গবেষক আফসাইন ইমরানি জানিয়েছেন, ওমিক্রন আসলে ভাইরাসের নয়া স্ট্রেন হলেও, এটি কাজ করছে প্রাকৃতিক টিকার মতো। এই টিকা কৃত্রিম ভাবে বানাতে পারেনি বিশ্বের তাবড় ফার্মা কোম্পানিগুলি। সেটিই প্রকৃতি বানিয়ে ফেলেছে।

ভারতের সংক্রমণ বিশেষজ্ঞ, ডক্টর যোগীরাজ রায় জানাচ্ছেন, টিকা নেওয়ার পরে করোনা আক্রান্ত হলে কিংবা করোনা আক্রান্ত হওয়ার পরে টিকা নিলে যে বাড়তি রোগ প্রতিরোধ ক্ষমতা মিলছে, ওমিক্রন সেটিই জোগাবে। মৃত্যু থেকে বেঁচে যাবেন বহু মানুষ। সুতরাং ওমিক্রন নিয়ে অযথা উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। তবে কোভিডবিধি মেনে সচেতন হতেই হবে।

গবেষণা বলছে, কোভিডের সবচেয়ে ভয়ংকর ভ্যারিয়ান্ট ডেল্টার তুলনায় ওমিক্রন প্রায় তিন গুণ বেশি সংক্রামক। তাই এর বিস্তার যত হবে, তত কোণঠাসা হবে ডেল্টা, প্রাকৃতিক নিয়মেই। - সূত্র: অনলাইন

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com