অনৈতিক চাপে মাথানত করা আমাদের চরিত্রে নেই

প্রকাশের সময় : 2022-01-12 16:25:28 | প্রকাশক : Administration
অনৈতিক চাপে মাথানত করা আমাদের চরিত্রে নেই

মোহাম্মদ আলী আরাফাত: পুলিশ আইজিপি ও জঅই এর কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন প্রশাসনের নিষেধাজ্ঞার খবরে কিছু লোক বেশ উচ্ছ্বাস প্রকাশ করছেন। এরা কিন্তু বিশ্ব ব্যাংকের পক্ষ থেকে পদ্মা সেতুতে দুর্নীতির মিথ্যা অভিযোগ করার পরও একইভাবে উচ্ছ্বাস প্রকাশ করেছিল। বাংলাদেশ বা আওয়ামী লীগ কোনো বিপদে পড়েছে এরকম আঁচ করতে পারলেই সাম্রাজ্যবাদের এই দালাল গং বেশ আনন্দ পায়।

এরা জানেও না (অথবা হয়তো জানে) এসব ষড়যন্ত্র কখন সরকারের বা দলের বিরুদ্ধে আর কখন তা দেশের বিপক্ষে যাচ্ছে! পদ্মা সেতু নিয়ে এই দালাল গং এর গালে প্রথম চপেটাঘাত পড়েছিল, বঙ্গবন্ধু কন্যা যখন নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের ঘোষণা দেন। দ্বিতীয় চপেটাঘাত পড়েছিল কানাডার আদালত যখন “কোনো দুর্নীতিই হয়নি” বলে রায় দিয়েছিল।

‘পদ্মা সেতু’ একটি বড় স্থাপনা হিসেবে দাঁড়িয়ে আছে সাম্রাজ্যবাদের দালালদের ষড়যন্ত্র ও তার বিরুদ্ধে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে দেশপ্রেমী বাঙালির বিজয়ের নিশানা হয়ে।

বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। কারো অনৈতিক চাপে মাথানত করা আমাদের চরিত্রে নেই। বিশিষ্ট দালাল গং, তোমরা তোমাদের আরেকটি পরাজয়ের জন্য অপেক্ষা করো, শেষ বিচারে বাংলাদেশই বিজয়ী হবে।

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com