জোকস্

প্রকাশের সময় : 2022-01-12 16:34:40 | প্রকাশক : Administration
জোকস্

জোকস্

সংগ্রহে: ইসমাইল হোসেন

 

ভিক্ষুক ও পিচ্চিঃ

 

ভিক্ষুক: আল্লাহর ওয়াস্তে কিছু দে বেটা।

পিচ্চি: আমি বেটা না, বেটি।

ভিক্ষুক: আল্লাহর ওয়াস্তে কিছু দে বেটি।

পিচ্চি: আমার নাম স্বর্ণা।

ভিক্ষুক:  আল্লাহর ওয়াস্তে কিছু দে স্বর্ণা।

পিচ্চি: আমার পুরা নাম নাদিয়া শারমিন স্বর্ণা।

ভিক্ষুক: আল্লাহর ওয়াস্তে কিছু দে নাদিয়া শারমিন স্বর্ণা।

পিচ্চি: হ্যাঁ, এখন ঠিক আছে! এবার মাফ করেন।

 

ডাক্তার ও রোগীঃ

 

এক রিকশাচালকের হাত কেটে গেছে। পরোপকারী মন্টুর বাপ তাকে এলাকার ক্লিনিকে নিয়ে গেল। ডাক্তার প্রথমেই বললেন

ডাক্তার: বড় ধরনের কাঁটা, সেলাই লাগবে কিন্তু? অনেক ওষুধও লাগবে।

রিকশাচালক: ব্যথায় কাতরাতে কাতরাতে স্যার, কতো টাকা লাগতে পারে?

ডাক্তার: দুই হাজারের কম না।

মন্টুরবাপ: ডাক্তার সাব, আপনারে এমব্রয়ডারি করতে কে বলছে, শুধু সেলাই দিলেই তো হয়!

 

আলু ঢেঁড়সের অমর প্রেমঃ

 

একবার এক আলু ঢেঁড়সকে ফোন করে বললো

আলু: আই লাভ ইউ!

ঢেঁড়স: খুব রেগে গেলো। আর বললো তুমি এতো মোটা আর সস্তা, আর আমি এতো স্লিম। তোমার সঙ্গে আমার যায়?

আলুর মন ভেঙে গেল! তখন থেকে আলু সব সবজিকে পটিয়ে নিলো। তারপর হয়ে গেলো আলু-বাঁধাকপি, আলু-বেগুন, আলু-ক্যাপসিকাম, আলু-মটরশুটি, আলু-গাজর, আলু-ছোলা, আলু-মেথি, আলু-টমেটো!

আর ঢেঁড়স সেই থেকে আজও একা আছে!

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com