বনের রাজাকে কোলে নিয়ে ছুটছেন মহিলা

প্রকাশের সময় : 2022-01-26 11:22:02 | প্রকাশক : Administration
বনের রাজাকে কোলে নিয়ে ছুটছেন মহিলা

রাতের অন্ধকারে ফাঁকা রাস্তা দিয়ে হেঁটে আসছেন এক মহিলা। তার কোলে ছটফট করছে একটা কিছু। যেন কুকুরকে কোলে করে আনছেন তিনি। কিন্তু একটু কাছে আসতেই ভুল ভাঙে সবার। কুকুর কোথায়! এ তো আস্ত এক সিংহ! ছোট বাচ্চা সিংহ নয়, রীতিমতো পেল্লাই মাপের!

কুয়েতের রাস্তার এই ভিডিও সামনে আসতেই তা ভাইরাল হয়েছে। ৫ লাখেরও বেশি মানুষ দেখেছেন সেটি, কমেন্ট করেছেন, শেয়ার করেছেন।

যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটর জানিয়েছে, সম্প্রতি কুয়েতে একটি পোষ্য সিংহ খাঁচা থেকে কোনও ভাবে বেরিয়ে লোকালয়ে ঢুকে পড়ে। ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে কুয়েত সিটিতে। এরপরে সাবাহিয়া এলাকার লোকালয়ে সিংহটি দেখা যায়। পরে ওই এলাকাতেই এক মহিলাকে ওই সিংহটিকে নিয়ে কোলে নিয়ে রাস্তায় হাঁটতে দেখা যায়।

ওই মহিলাই সিংহের মালকিন। বাড়ির বাচ্চাকে ঘাড় ধরে বাড়ি ফেরানোর মতো রীতিমতো জোর করে তিনি নিয়ে যাচ্ছেন সিংহটিকে। ভিডিওতে সিংহটির গর্জন শুনতে পাওয়া গিয়েছে। দেখা গেছে, প্রবল বেগে হাত-পা ছুড়ছে সে।

প্রসঙ্গত, সিংহ বা বাঘ পোষা কুয়েতে বেআইনি। তবে অনেকেই আইন মানেন না। সিংহ, চিতা, বাঘ এবং অন্যান্য প্রাণী বাড়িতেই পোষেন। তেমনই একটি পোষা সিংহ পালিয়ে গেছিল, তাকে কোলে করে ফেরালেন মালকিন। - সূত্র: অনলাইন

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com