বীর মুক্তিযোদ্ধা মোঃ আখতার হোসেন মন্ডল
হাজার বছর পরে, যাকে
পেয়ে হারিয়েছি বাংলার বুকে,
সে কি আর আসবে ফিরে
সুখে দুখে আমাদের ডাকে!
শত্রুর বক্ষ কাঁপানো আহ্বানে
বিক্ষুদ্ধ জনতা আরেক বার
দৃপ্ত-চেতনায় অনিয়মের পিঞ্জর ভেংগে
উঠবে জেগে দূর্নিবার।
অপশক্তির ভিত উঠবে কেঁপে
শুনে তার আগুন-ঝরা বাণী,
সকল অশুভ শক্তির আসবে পতন
বিজয়ের গৌরবে হাসবে ধরণী।
মানবতার স্বতঃস্ফূর্ত জয়গানে
চারিদিক হবে মুখরিত
সত্য-মিথ্যার অনিবার্য লড়াইয়ে
মিথ্যা হবে পরাজিত।
বিধাতার বিধানে মানুষ আসে যায়
কভু আর আসেনা ফিরে
তার আদর্শ ও কীর্তির প্রদীপ
জ্বলে অনির্বাণ এই পৃথিবীর পরে।