কখনোই সূর্য অস্ত যায় না যেসব জায়গায়

প্রকাশের সময় : 2022-02-23 12:34:40 | প্রকাশক : Administration
কখনোই সূর্য অস্ত যায় না যেসব জায়গায়

সূর্য পূর্ব দিকে উদয় হয়, পশ্চিমে অস্ত যায়- এ কথা সবারই জানা। কিন্তু বিশ্বের সব জায়গায় কি এমনই ঘটে? না, শুনতে অবাক লাগলেও বিশ্বের সর্বত্র এমনটা ঘটে না। এমন কিছু জায়গা রয়েছে যেখানে দিনে ২০-২৪ ঘণ্টা সূর্যের আলো থাকে। এগুলোর মধ্যে এমন জায়গাও আছে, বিশেষ করে গ্রীষ্মকালে যেখানে রাত প্রায় হয় না বললেই চলে।

নরওয়ে: যেমন, হ্যামারফেস্ট ও ভলবার্ড, নরওয়ে-সুমেরু বৃত্ত বা আর্কটিক সার্কেলে এই অঞ্চলেও সারাদিন সূর্যোলোক লক্ষ্য করা যায়। নরওয়ের উত্তরে রয়েছে হ্যামারফেস্ট শহর। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে স্থান পেয়েছে এটি।

আইসল্যান্ড: ব্রিটেনের পরে ইউরোপের সবচেয়ে বড় দ্বীপ আইসল্যান্ড। এখানে বছরের একটা বিশেষ সময়ে অরোরা দেখতে পাওয়া যায়।

ইউকোন অঞ্চল: আর গ্রীষ্মে টানা ৫০ দিন কানাডার ইউকোন অঞ্চলে সূর্যাস্ত হয় না। ছবির মতো সুন্দর এই অঞ্চলে পর্যটকরা ভিড় জমাতেই থাকেন। তার মধ্যে প্রকৃতির এই অপূর্ব দান!

কিরুনা শহর: সুইডেনের একেবারে উত্তরে রয়েছে কিরুনা শহর। জনসংখ্যা মাত্র ১৯ হাজার। বছরের ১০০ দিনেরও বেশি সময় ধরে এখানে সারাদিন সূর্যের আলো থাকে। সূর্যাস্ত হয় না।

এছাড়া ফিনল্যান্ড, রাশিয়া, ডেনমার্ক ও আমেরিকার আলাস্কা রাজ্যের কয়েকটি জায়গায় বছরের কিছু কিছু সময় এই ধরনের চিত্র দেখা যায়। - সূত্র: অনলাইন

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com