তোমাকেই বলছি আনোয়ারুল কবীর বাবলু

প্রকাশের সময় : 2018-08-18 17:52:55 | প্রকাশক : Admin

তোমাকেই বলছি আনোয়ারুল কবীর বাবলু

হে তোমাকেই বলছি.....

তোমাকে খোঁজে খোঁজেই জীবন গেল আমার,

এমন একদিন আসবে,

যেদিন আর প্রয়োজন হবেনা তোমার।

তুমি এক বিচিত্র ধন,

যার আছে তার নাই মন।

যার কাছে থাক তুমি কারি কারি,

আছে যার পাহারসম, তার বেশি দরকারি।

তুমি নির্দয়, যার নাই তার কাছে,

শুধু বাঁচিবার তরে, সে ঘোরে তোমার পিছে পিছে।

তুমি খলনায়কের মত অহংকারি,

তুমি বুঝতে চাওনা,  তুমি যে সবার দরকারি।

তুমি নাই যার,  তার সব অচল,

যার আছ তুমি, তার সব সচল।

তুমি বড়ই ক্ষমতাবান, সমাজের মহাশয়,

শ্রেষ্ঠ জীব মানুষ গুলো তোমার কাছে অসহায়।

কে তুমি, কোথায় তোমার ক্ষমতার উৎস,

শুনেছি তোমার চেহারা নাকি খুব বিভৎস।

তোমার হুংকারে, গর্জনে, কেঁপে উঠে দুর্বল,

আবার দুর্বল মুর্খ গুলো, তোমাকে পেয়ে হয়ে উঠে সবল।

আসলে কে তুমি, কি তোমার পরিচয়,

আমি প্রানহীন জর, একটুকরা রঙ্গিন কাগজ, আমি পাওয়ার, মাথা মুন্ডু, আমিই সবার মগজ।

জন্মের পর  ভালবেসে কারা জানি নাম রেখেছে টাকা,

তাইত বলি তোমাকে ছাড়া, জীবনটা যে একদম ফাঁকা।

তারপরও বলি, কাউকে দিতে পেরেছ কি সুখ?

তোমার দ্বারা হয়না কিছু, কপালে যদি থাকে দুখ।

এপারেতে ক্ষমতা তোমার, যতই কর বাহাদুরি, ওপারেতে যেতে হবে, তুমিই আসল ভিখারি।।

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com